দয়া করে আমাদের সঙ্গে একটি ছবি তুলুন—মোরছালিনকে ভক্ত

ধারাভাষ্যকার স্টুয়ার্ট ব্রড, হাবিব ওয়াহিদের সঙ্গে ছবিতে আতহার আলী খান ও মোরছালিন ভক্তের আবদার। আজ ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন মুহূর্তের ছবি নিয়ে এই আয়োজন—
মেহেদী হাসান মিরাজের সেলফিতে আবু হায়দার রনি, আফিফ হোসেন ও মোহাম্মদ নেওয়াজ।
চোটের কারণে মাঠের সৌম্যকে এখনো দেখা যায়নি। তাঁর ভক্তদের তাই ইনস্টাগ্রামের সৌম্যকে দেখেই তৃপ্তি পেতে হচ্ছে।
দুজন দুই জগতের বাসিন্দা। যদিও একটা মিল আছে। দুজনের পেশাই কণ্ঠসর্বস্ব। হাবিব ওয়াহিদের সঙ্গে ছবিতে আতহার আলী খান।
পরিবারের সঙ্গে ড্যারিল মিচেল। সময়টা দারুণ কাটাচ্ছেন, ছবি দেখেই বোঝা যাচ্ছে।
স্টুয়ার্ট ব্রড এখন ধারাভাষ্যকার। দক্ষিণ আফ্রিকার এসএ২০–তে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক এই পেসার।
কোচ গোলাম রব্বানীর অধীনে রাঙামাটি স্টেডিয়ামে নারী ফুটবলারদের ক্যাম্প।
দূরপাল্লার দারুণ এক শটে গোল করার পর ফকিরেরপুলের উজবেক মিডফিল্ডার সারদর জখনভকে (বাঁ থেকে তৃতীয়) ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। এই গোলেই আজ কুমিল্লায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডানকে হারিয়ে স্মরণীয় এক জয় পেয়েছে ফকিরেরপুল ইয়ংমেনস।
গাজীপুরে বসুন্ধরা-ওয়ান্ডারার্স ম্যাচে এক মোরছালিন–ভক্ত। পোস্টারে তিনি লিখেছেন, ‘দয়া করে আমাদের সঙ্গে একটি ছবি তুলুন।’