ফটোফিচার

এক বছর পর হকির আনন্দে মেয়েরা

এক বছর পর স্টিক-বল নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন হকির মেয়েরা। ‘ডেভেলপমেন্ট কাপ’ নামে কাল সোমবার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হচ্ছে মেয়েদের হকি টুর্নামেন্ট। এর আগে আজ সারা দেশ থেকে আসা মেয়েদের ট্রায়াল হয়েছে। মেয়েদের উপস্থিতিতে মওলানা ভাসানী স্টেডিয়াম ৯ মাসের নীরবতা কাটিয়ে কিছুটা সরগরম হয়ে উঠেছে। মেয়েদের মধ্যে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে
এক বছর পর আবার মাঠে গড়াচ্ছে নারী হকি। এ উপলক্ষে আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হয়ে গেল সারা দেশ থেকে আসা নারী হকি খেলোয়াড়দের ট্রায়াল ও অনুশীলন। ‘ডেভেলপমেন্ট কাপ’ নামে কাল সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে মেয়েদের হকি টুর্নামেন্ট
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ যেন নারী হকি খেলোয়াড়দের মেলাই বসেছিল। সারা দেশ থেকে আসা নারী হকি খেলোয়াড়েরা অনুশীলন করেছেন ‘ডেভেলপমেন্ট কাপ’ নামের টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য
অনুশীলনের এক ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছিলেন ‘ডেভেলপমেন্ট কাপ’ নামের টুর্নামেন্ট খেলতে আসা নারী হকির গোলকিপাররা
ট্রায়াল আর অনুশীলনের ফাঁকে চলেছে আড্ডাও। সারা দেশ থেকে আসা নারী হকি খেলোয়াড়েরা আজ অনুশীলন করেছেন মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে
অনুশীলনে নামার আগে মনোযোগ দিয়ে কোচের নির্দেশনা শুনছেন নারী হকি খেলোয়াড়েরা। আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে
অনুশীলনে মগ্ন ‘ডেভেলপমেন্ট কাপ’ নামের টুর্নামেন্ট খেলতে আসা দুই নারী হকি খেলোয়াড়
ওপরে নীল আকাশে সাদা মেঘের ভেলা, নিচে হকির নীল গালিচা। স্টিক উঁচিয়ে ধরে একটি ছবি তুলে রাখলেন ‘ডেভেলপমেন্ট কাপ’ নামের টুর্নামেন্ট খেলতে আসা নারী হকি খেলোয়াড়েরা