
কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ কাপ) শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। জাকার্তায় আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের সামনে শেষ পর্যন্ত দাঁড়াতেই পারেনি কাজাখস্তান। বৃষ্টির কারণে ৬০ মিনিটের ম্যাচ শেষ হয়েছে প্রায় দুই ঘণ্টায়।
বাংলাদেশের হয়ে প্রথম ও শেষ গোল করেছেন ডিফেন্ডার আশরাফুল ইসলাম। ২৪ মিনিটে পেনাল্টি কর্নারে আশরাফুল এনে দেন প্রথম গোল। ৫৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আসে শেষ গোল।
২৪ মিনিটে প্রথম গোলের ৬ মিনিট পর পেনাল্টি কর্নারে ম্যাচে ফেরে কাজাখস্তান। এ সময় কিছুটা প্রতিরোধ গড়ে তোলে দলটি। কিন্তু ৩৮ মিনিটে ভেঙে যায় সেই প্রতিরোধ। নাইমের পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ২-১ হয়েছে।
পরের মিনিটেই রকিবুলের ফিল্ড গোলে ৩-১। ৪৪ মিনিটে সোহানুর রহমানের পেনাল্টি কর্নার থেকে করা গোলে ম্যাচ থেকে ছিটকে যায় কাজাখস্তান। ম্যাচের তৃতীয় কোয়ার্টারেই মূলত হেরে গেছে দলটি।
এর আগে টুর্নামেন্টের প্রথম দিনে ‘বি’ গ্রুপে কাজাখস্তান ৩-২ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। একই গ্রুপে থাইল্যান্ড ২-১ গোলে জিতেছে ইন্দোনেশিয়ার বিপক্ষে।
টুর্নামেন্টের গত চারবারের টানা চ্যাম্পিয়ন বাংলাদেশ দ্বিতীয় গ্রুপ ম্যাচ খেলবে স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে আগামী রোববার।