শ্রীলঙ্কাকে হারানোর পর খেলোয়াড়দের সেলফি
শ্রীলঙ্কাকে হারানোর পর খেলোয়াড়দের সেলফি

ওমানে জুনিয়র এএইচএফ কাপ হকি

শ্রীলঙ্কাকে ১৪ গোলে ভাসিয়ে দিল বাংলাদেশ

প্রথম ম্যাচে গতকাল হংকংকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। ওমানে জুনিয়র এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপে আজ আরও দুর্বার বাংলাদেশের যুবারা। মাসকটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ আজ ১৪–০ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে।

সর্বোচ্চ ৫ গোল করেছেন আমিরুল ইসলাম; যার মধ্যে ৪টিই পেনাল্টি কর্নারে। ১টি গোল পেনাল্টি স্ট্রোকে। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া বিকেএসপির ছাত্র আমিরুলকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ মামুনুর রশীদ।

ওমান থেকে মুঠোফোনে বাংলাদেশ কোচ বলছিলেন, ‘আমিরুলের মধ্যে ভবিষ্যতের আশরাফুল ইসলামকে দেখতে পাচ্ছি। পেনাল্টি কর্নারে সে যেভাবে ড্র্যাগ ফ্লিক নিয়ে গোল করেছে, সেটা সত্যি অসাধারণ।’

আজ ৩টি করে গোল করেন রকিবুল হাসান ও জাহিদ হোসেন। ২টি গোল ওবায়দুল হকের। ১টি গোল তাসিন আলীর। বাংলাদেশ ফিল্ড গোল করেছে ৯টি। ৪টি গোল আসে পেনাল্টি কর্নারে। ১টি গোল পেনাল্টি স্ট্রোকে। মাত্র ১৫ দিনের প্রস্তুতি নিয়ে ওমান গেছে বাংলাদেশ। তারপরও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাংলাদেশের।

ম্যাচসেরা আমিরুল ইসলাম

ম্যাচ শেষে ওমান থেকে মুঠোফোনে বাংলাদেশ কোচ মামুনুর রশীদ বলছিলেন, ‘ছেলেরা আজ দুর্দান্ত খেলেছে। যেভাবে পরিকল্পনা করেছি, ঠিক সেভাবেই ওরা গোছানো হকি খেলেছে। টুর্নামেন্টে আমরা ধাপে ধাপে এগোতে চাই।’

পরপর দুই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। ৯ জানুয়ারি গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ সামনে উজবেকিস্তান। এএইচএফ কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, হংকং ও উজবেকিস্তান। টুর্নামেন্টের সেরা পাঁচ দল খেলবে জুনিয়র এশিয়া কাপে। এশিয়া কাপের সেরা তিনটি উঠবে জুনিয়র বিশ্বকাপ হকির চূড়ান্ত পর্বে।