ফটো ফিচার

নেইমারের খবরে রিচার্লিসনের আনন্দ

ঐতিহ্য ও আগুনের মিশেলে ওয়ার্ন-মুরালিধরন ট্রফির উদ্বোধনে ধনাঞ্জয়া ডি সিলভা ও স্টিভ স্মিথ। নাইকির ফ্যাশনে টেনিস তারকা আরিয়ানা সাবালেঙ্কা। ঋদ্ধিমান সাহা বললেন, আরেকটু ভালোবাসতে দাও। নেইমারের সান্তোসে ফেরার গুঞ্জনে যোগ দিলেন রিচার্লিসনও। জন্মদিন যেভাবে কাটল ইতালির কিংবদন্তি জিয়ানলুইজি বুফনের। খেলার ভুবনের তারকাদের নির্বাচিত ছবি
গলে আগামীকাল শুরু হবে ওয়ার্ন-মুরালিধরন ট্রফির প্রথম টেস্ট। আজ ঐতিহ্য মেনে তারই আনুষ্ঠানিকতা পালন করা হলো সাংস্কৃতিক আবহে। মাঝখানে শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ
এএফপি
নাইকির পোশাকে দারুণ ভঙ্গিমায় টেনিস তারকা আরিয়ানা সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারলেও ছবিতে তাঁর মেজাজটা ভালোই মনে হচ্ছে
চ্যাম্পিয়নস লিগের ম্যাচ আগামীকাল রাতে। তারই প্রস্তুতিতে সতীর্থকে ড্রিবলিংয়ে মত্ত বার্সেলোনার তারকা লামিনে ইয়ামাল
স্বাধীনতা কী? দৈনন্দিন কাজ থেকে পালিয়ে বেড়ানো স্বাধীনতা নয়—ইনস্টাগ্রামে এ বার্তাই দিলেন ব্রাজিলের তারকা জিমন্যাস্ট রেবেকা আন্দ্রাদে
‘তুমি বড় হয়ে না ওঠা পর্যন্ত আরেকটু ভালোবাসতে দাও আমাকে’—সন্তানের ছবি পোস্ট করে এ ক্যাপশনই লিখেছেন ভারতের ক্রিকেটার ঋদ্ধিমান সাহা
ইতালির কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফনের আজ জন্মদিন। ভেনিসে জন্মদিন উদ্‌যাপনের এক ফাঁকে এ ছবি পোস্ট করেছেন কিংবদন্তি
নেইমারের সান্তোসে ফেরার জোর গুঞ্জন চলছে। সেই খুশিতে সান্তোসের জার্সি পরা পুরোনো এ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন ব্রাজিল ও টটেনহামের স্ট্রাইকার রিচার্লিসন
সুইজারল্যান্ডের আলপাইন রিসোর্ট শহর দাভোসে গিয়েছিলেন রাশিয়ার সাবেক টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভা। সেখানে এত বেশি পনির খেয়েছেন যে এ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘দাভোসে গিয়েছিলাম। পেটভর্তি পনির নিয়ে এসেছি।’