Thank you for trying Sticky AMP!!

লেভার কাপে একই দলে ফেদেরার, নাদাল ও জোকোভিচ

লেভার কাপে এক দলে ফেদেরার–নাদাল–জোকোভিচ

করোনাভাইরাসের টিকা না নেওয়ার কারণে ইউএস ওপেনে খেলা হচ্ছে না নোভাক জোকোভিচের। কিন্তু লেভার কাপে খেলতে বাধা নেই সার্বিয়ান তারকার। এ বছরের লেভার কাপে তিনি খেলবেন। রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারের সঙ্গে টিম ইউরোপের হয়ে খেলার কথা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন জোকোভিচ।

এই প্রথমবারের মতো টেনিসের কোনো দলীয় ইভেন্টে সতীর্থ হয়ে খেলবেন জোকোভিচ, নাদাল, ফেদেরার ও মারে। টিম ইউরোপে এই চার মহাতারকাকে নেতৃত্ব দেবেন বিওর্ন বোর্গ।

Also Read: আত্মধ্বংসী কিরিওসকে হারিয়ে ফেদেরারকে ছাড়িয়ে গেলেন জোকোভিচ

সার্বিয়ান টেনিস তারকা জোকোভিচ

সর্বশেষ ৭৬টি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের মধ্যে নাদাল, জোকোভিচ, ফেদেরার ও মারে মিলে জিতেছেন ৬৬টি শিরোপা। আর দলটির অধিনায়ক বোর্গ তাঁর ক্যারিয়ারে গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন ১১টি। সব মিলিয়ে টিম ইউরোপকে এবার ৭৭ গ্র্যান্ড স্লামের এক দলও বলা যায়।

২০১৮ সালের পর এবার দ্বিতীয়বারের মতো লেভার খেলতে যাওয়া জোকোভিচ নাদাল, ফেদেরার ও মারের সতীর্থ হওয়া নিয়ে বলেছেন, ‘আগামী সেপ্টেম্বরে লন্ডনের ও টু অ্যারেনায় টিম ইউরোপের হয়ে খেলা নিয়ে আমি সত্যি খুব রোমাঞ্চিত।’

Also Read: চোটের কাছে হার মানলেন নাদাল

নাদাল ও ফেদেরারের সঙ্গে বিওর্ন বোর্গ

২১টি গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচ এরপর যোগ করেন, ‘লেভার কাপই একমাত্র প্রতিযোগিতা, যেখানে আপনি সব তুমুল প্রতিদ্বন্দ্বীকে পাবেন, বিগ থ্রির সবাই এক দলে খেলবে। অবশ্যই আমাদের খেলোয়াড়দের জন্য এটা রোমাঞ্চকর এক বিষয়। বিশ্বজোড়া টেনিসপ্রেমীদের জন্যও এটা রোমাঞ্চকর।’

টিম ইউরোপের অধিনায়ক বোর্গ বলেছেন, ‘আমি ভাবতেই পারিনি যে খেলাটির ইতিহাসের এই চার আইকনকে এক দলে পাওয়া যাবে। আমি মুহূর্তটির জন্য উন্মুখ হয়ে আছি। রাফা, রজার, অ্যান্ডি আর নোভাক থাকায় আমাদের সুযোগ অনেক বেড়ে গেল।’

Also Read: ৫ হাজার ১৩৮ কোটি টাকা যে বুদ্ধিতে আদায় করলেন ফেদেরার