আমিনুল যখন বোলার, ম্যাথুস যখন দর্শক

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে দেখা গেল বোলারের ভূমিকায়। টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসকে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেল দর্শক হিসেবে। ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন মুহূর্তের নির্বাচিত ছবি নিয়ে আজকের এই আয়োজন—
এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে মিয়ানমারে গেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশটিতে পৌঁছানোর পর ইয়াঙ্গুনে টিম হোটেলে জিম করেছেন খেলোয়াড়েরা
জুভেন্টাসের বিপক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচ সামনে রেখে অনুশীলনে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড
কলম্বো টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে বাংলাদেশের ৮ উইকেট নিয়েছে শ্রীলঙ্কা। স্বাভাবিকভাবেই লঙ্কানরা মাঠ ছেড়েছেন হাসিমুখে
কলম্বো টেস্টে হঠাৎ বৃষ্টির হানা। দ্রুত পিচ ও এর চারপাশ ঢাকতে কাভার নিয়ে ছুটে আসছেন মাঠকর্মীরা
লাফিয়ে ওঠা বলটা এভাবেই সামলেছেন বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম। শ্রীলঙ্কার উইকেটকিপার কুশল মেন্ডিস দারুণ দক্ষতায় সেই বল গ্লাভস বন্দী করেছেন
বার্বাডোজে আজ শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। খেলা শুরুর আগে সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক রোস্টন চেজ (ডানে) ও প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক হিসেবে এটিই চেজের প্রথম ম্যাচ
৫২ ওয়ানডে ও ৬৩ টি-টোয়েন্টি—সাদা বলের ক্রিকেটে ব্র্যান্ডন কিং ওয়েস্ট ইন্ডিজ দলের নিয়মিত মুখ। তবে কিংয়ের টেস্ট অভিষেক হলো আজ। টেস্ট ক্যাপ পরার পর তাঁকে করতালি দিয়ে অভিনন্দন জানান সতীর্থরা
বাংলাদেশের বিপক্ষে কলম্বো টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সোনাল দিনুশার। তাঁকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার এই বোলিং অলরাউন্ডার প্রথম দিন নিয়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিমের উইকেট
অনূর্ধ্ব-১২ সিক্স এ সাইড টুর্নামেন্টের একটি ম্যাচের মুহূর্ত। আজ ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও অ্যাঞ্জেলো ম্যাথুসের মনটা বোধ হয় মাঠেই পড়ে ছিল। তাই আজ শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা কলম্বো টেস্ট দেখতে গেছেন সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। দর্শক ম্যাথুস ক্যামেরাবন্দী হয়েছেন এভাবেই
বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার রজতজয়ন্তী উদ্‌যাপনে দেশজুড়ে নানা আয়োজন করছে বিসিবি। সেসব আয়োজন দেখতে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম আজ গিয়েছিলেন রাজধানী ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। সেখানে আমিনুলকে দেখা গেল বোলারের ভূমিকায়