উইম্বলডনের নতুন রাজা ইয়ানিক সিনার ও নতুন রানি ইগা সিওনতেকের সম্মানে ডিনার পার্টির আয়োজন করা হয়েছে লন্ডনের দ্য ওডব্লুও র্যাফলস হোটেলে। সেখানেই একসঙ্গে নাচতে দেখা গেল তাঁদের। লর্ডস টেস্টের শেষ দিনে ছড়িয়েছে রোমাঞ্চ। ক্রীড়াঙ্গনের বিভিন্ন মুহূর্তের নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন—