ফটো ফিচার

ছবিতে হামজা–সোহেলের ঝলক, গোল আর গ্যালারির গল্প

৫৫ মাস পর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ। এ ম্যাচ দিয়েই দেশের মাটিতে অভিষেক হলো হামজা চৌধুরীর। হামজা নিজে গোল করেছেন, বাংলাদেশ জিতেছে ২-০ গোলে। দেশের ফুটবলে আনন্দঘন দিনের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হক—
নতুন রূপে জাতীয় স্টেডিয়াম। আজ বাংলাদেশ-ভুটান ম্যাচ শুরুর আগে।
শমিত সোমের গায়ে বাংলাদেশের জার্সি। হাত নাড়ছেন দর্শকদের উদ্দেশে। কানাডা থেকে দীর্ঘ ভ্রমণ শেষে ভোরে ঢাকায় পা রাখায় বাংলাদেশের হয়ে আজ অভিষেক হয়নি তাঁর।
হামজা চৌধুরীর দুর্দান্ত এই হেড ভুটানের জাল খুঁজে নিয়েছে।
বাংলাদেশের মাটিতে নিজের অভিষেক ম্যাচেই গোল! হামজার উচ্ছ্বাস তো এমনই হওয়ার কথা।
অধিনায়ক জামাল ভূঁইয়ার কর্নার কিক থেকে জাতীয় দলের জার্সিতে প্রথম গোল পেয়েছেন হামজা। তাই সবার আগে জামালের সঙ্গেই উদ্‌যাপনে মেতেছেন।
জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকের ভিড়।
চুপ...! দূরপাল্লার শটে গোল করার পর ভুটানকে যেন স্তব্ধই করে দিয়েছেন সোহেল রানা।
অপেক্ষার পালা শেষে বাংলাদেশের জার্সিতে আজ অভিষেক হয়েছে ফাহামিদুল ইসলামের।
এই গ্যালারিতেও দর্শক কম হয়নি।
রাকিব হোসেনকে আটকানোর চেষ্টায় ভুটানের কয়েকজন খেলোয়াড়।
দলের খেলোয়াড়দের কী নির্দেশনা দিচ্ছিলেন কোচ হাভিয়ের কাবরেরা?
বল নিয়ে ছুটছেন হামজা।
ম্যাচ শেষে দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন হামজা–রাকিবরা।
বাংলাদেশের দুই গোলদাতা হামজা চৌধুরী ও সোহেল রানার উচ্ছ্বাস।