Thank you for trying Sticky AMP!!

আবাহনীতে মোসাদ্দেকের এক যুগ আর ইউরোর মাসকট অ্যালবার্ট

আবাহনীতে এক যুগ পূর্ণ করে ফেললেন মোসাদ্দেক হোসেন। ইউরোর ট্রফি রাখা হয়েছে প্রদর্শনীর জন্য। দিনের নির্বাচিত ছবি—
ডান পায়ের দিকে তাকালেই বোঝা যাবে, চোট থেকে সেরে উঠতে এখনো সময় প্রয়োজন মোহাম্মদ শামির। তবে নিজের পিচের পরিচর্যা ঠিকই করছেন ভারতীয় পেসার
ব্রিটিশদের সম্মানসূচক সিবিই পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। বাগ্‌দত্তা মলি কিং ও মেয়ে অ্যানাবেলার সঙ্গে উইন্ডসর ক্যাসেলে সাবেক ইংল্যান্ড পেসার
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে শো করছেন অ্যাডাম গিলক্রিস্ট। তাদের কার্যালয়ে গিয়েছিলেন ইতিহাসের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান
‘মাদ্রিদে শুধুই হাসি’ বিশ্বের ২ নম্বর নারী টেনিস তারকা আরিনা সাবালেঙ্কার
চোখে চোখ। ফেদে ভালভার্দের ক্যাপশনের অর্থটা বুঝে নিন আপনিই
ব্রাজিলের রিও ডি জেনিরোর নিল্টন সান্তোস স্টেডিয়ামে হয়েছে কোপা লিবার্তাদোরেসের গ্রুপ পর্বের প্রথম লেগের ম্যাচ। পেরুর ইউনিভার্সিটারিওর সঙ্গে বোতাফোগোর ম্যাচের গ্যালারির পেছনে এভাবে ধরা পড়েছে পূর্ণিমার চাঁদ
বার্লিনের ব্রান্ডেনবার্গার গেটে ইউরো ২০২৪ সালের মাসকট টেডি বিয়ার অ্যালবার্ট। সঙ্গে ইউরোর ট্রফি। প্রদর্শনীর জন্য রাখা হয়েছে ইউরোর ট্রফি, যেটি শুরু হবে আগামী ১৪ জুন
নিউ অরলিনস পেলিসানসের বিপক্ষে এনবিএর প্লে–অফের প্রথম রাউন্ডে ওকলাহোমা সিটি থান্ডারের এক সমর্থককে দেখা গেল এভাবে
২০১৩ সালে এই মাঠেই লিস্ট ‘এ’ অভিষেক হয়েছিল মোসাদ্দেক হোসেনের, সে ম্যাচে খেলেছিলেন আবাহনীর হয়ে। এই ক্লাবেই কাটিয়ে দিলেন ১২ বছর। ফতুল্লায় আজ সুপার লিগের ম্যাচে তাঁকে স্মারক ব্লেজার ও ক্রেস্ট দিয়ে স্বীকৃতি দিয়েছে আবাহনী। মোসাদ্দেককে ব্লেজার পরিয়ে দিয়েছেন নাজমুল হোসেন, ক্রেস্ট তুলে দিয়েছেন লিটন দাস