ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে

অবকাশে দারুণ সময় কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। একসঙ্গে রাতের খাবার খেলেন বাংলাদেশ ও পাকিস্তানের খেলোয়াড়েরা। মনোমুগ্ধকর ভারতের সাবেক টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা ও তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার ভুবনের তারকাদের নির্বাচিত ছবি—
সৌদি প্রো লিগে নতুন মৌসুম শুরুর আগে অবকাশযাপনের সুযোগ পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে নিয়ে অবকাশ কাটানোর এক ফাঁকে ফ্রেমবন্দী হলেন রোনালদো
রোনালদোর ফেসবুক পেজ
ফ্যাশন সচেতন হিসেবে সুনাম আছে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটিতে তাঁকে মডেলের মতোই লাগছে
সিঙ্গাপুর ফুটবল ফেস্টিভালে ভক্তের সঙ্গে ব্রাজিলের ফুটবলার আলেক্সান্দার পাতো।
ঢেঁকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে। রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাও সাগরপাড়ে সময় কাটাতে গিয়েও ফুটবল খেলতে ভোলেননি। নেমে পড়লেন বন্ধুদের সঙ্গে
কালো পোশাকে ফ্রেমবন্দী ভারতের সাবেক টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা
মাঠের বাইরে ভিডিও গেমস টানে বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কিকে। ভিডিও গেমস খেলার এক ফাঁকে ক্যামেরাবন্দী লেভা
মাঠে চলছে টি-টোয়েন্টি সিরিজ। সেটা মাঠের লড়াই, তবে মাঠের বাইরে সম্প্রীতি ঠিকই ফুটে উঠল বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটারদের মাঝে। আজ রাতের খাবার খেতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাওয়ার পথে হোটেল সোনারগাঁ থেকে বের হচ্ছিলেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ ও বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী