Thank you for trying Sticky AMP!!

অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এখন অনলাইনে পাওয়া যায়। ছবি: সংগৃহীত

যাঁরা ঘরে বসে অনলাইনে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ পেতে চান, তাঁদের জন্য সে সুবিধা এনেছে অনলাইন প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ই-শিখন। দেশের বিভিন্ন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে অনলাইনভিত্তিক বিভিন্ন কোর্স পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এতে যাঁদের বাসায় ইন্টারনেট কিংবা কম্পিউটার নেই, তাঁরা স্থানীয় প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে ই–শিখনের অনলাইন প্রশিক্ষণগুলোয় অংশ নিতে পারবেন।

ই-শিখনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রিল্যান্সিংয়ের উপযোগী ২৫টি কোর্স অনলাইনে প্রশিক্ষণ দিচ্ছে তারা। ঢাকাসহ ৪৫টি প্রশিক্ষণকেন্দ্র ই-শিখনের অনলাইন কোর্সগুলোর সুবিধা পাওয়া যাবে।

ই-শিখনের প্রধান নির্বাহী ইব্রাহিম আকবর বলেন, চার বছর ধরে ই–শিখন ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। অভিজ্ঞ শিক্ষকেরা অনলাইনে বিভিন্ন বিষয়ে কোর্সগুলো নেন। তিন থেকে পাঁচ মাসের এসব কোর্স কম খরচে নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন করা যায়। বিস্তারিত https://eshikhon.com/pro-offer লিংক থেকে জানা যাবে।