Thank you for trying Sticky AMP!!

অ্যাপের সঙ্গে বিনা মূল্যে বই

কফি আড্ডা অ্যাপ

ভার্চ্যুয়াল যোগাযোগের অ্যাপ ‘কফি আড্ডা’য় যোগাযোগের পাশাপাশি বন্ধুও তৈরি করা যায়। এতে নিবন্ধন করে প্রোফাইল ছবি ও নিজের সম্পর্কে তথ্য দিতে হয়।

অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি লিমিটেডের প্রধান প্রকৌশলী আশিকুজ্জামান বলেন, বিশ্বব্যাপী ভার্চ্যুয়াল যোগাযোগ এখন জনপ্রিয়। বাংলাদেশেও জনপ্রিয় অ্যাপ হিসেবে কফি আড্ডা পরিচিত হয়ে উঠেছে। অ্যাপের অ্যালগরিদম স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী সম্ভাব্য বন্ধুদের প্রোফাইল দেখায়। ফলে সহজে বৈশিষ্ট্যের দিক থেকে মিল থাকা বন্ধু খুঁজে পাওয়া যায়।

ফেব্রুয়ারি মাসজুড়ে কফি আড্ডায় নিবন্ধন করলে ব্যবহারকারীদের জন্য রাহিতুল ইসলামের লেখা চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার উপন্যাসটি উপহার দেওয়া হবে। অ্যাপটি বিনা মূল্যে গুগল প্লে স্টোর থেকে নামানো যাবে। ঠিকানা http://bit.ly/326pstu। বিজ্ঞপ্তি।