Thank you for trying Sticky AMP!!

আইটিএস সেবা নিয়ে সফট এক্সপোতে ইনোভেডিয়াস

ইনোভেডিয়াসের স্টল।

দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা ‘বেসিস সফট এক্সপো ২০১৯’–তে অংশ নিয়েছে ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড। ১৯ মার্চ থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে শুরু হওয়া ১৫তম ‘বেসিস সফট এক্সপো ২০১৯’ চলবে আজ ২১ মার্চ পর্যন্ত। দেশের প্রথম আইক্যান অ্যাক্রেডিটেড রেজিস্ট্রার এবং আইটি অ্যানাবলড সেবাদাতা হিসেবেই মেলায় অংশগ্রহণ করছে ইনোভেডিয়াস।

ইনোভেডিয়াসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান বলেন, ‘বেসিস সফট এক্সপো ২০১৯’–এর পরিধি এবার বেশ বড়। ইনোভেডিয়াস এবারের মেলায় আইটিএস বা তথ্যপ্রযুক্তি সংযুক্ত সেবা প্রদর্শন করছে। তরুণদের প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে পরামর্শ দেওয়া হচ্ছে। মেলায় ইনোভেডিয়াস সহযোগী প্রতিষ্ঠান ইজিয়ার টেকনোলজিস অংশ নিয়েছে। এটি রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান।