Thank you for trying Sticky AMP!!

আট বছরে কেয়ার টিউটরস

কেয়ার টিউটরসের বর্ষপূর্তির অনুষ্ঠানে আয়োজকেরা। ছবি: কেয়ার টিউটরসের সৌজন্যে

অনলাইনভিত্তিক টিউশন সাইট কেয়ার টিউটরস সাত বছর পূর্ণ করে আট বছরে পদার্পণ করল। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে কেয়ার টিউটরসের ব্যবহারকারী ক্রমে বাড়ছে। ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষকেরা কেয়ার টিউটরস নিয়ে তাঁদের অভিমত তুলে ধরেন।

কেয়ার টিউটরসের চেয়ারম্যান মো. আবদুল মতিন বলেন, স্মার্টআপ প্রতিষ্ঠান সাত বছর সফলভাবে অতিক্রম করল কেয়ার টিউটরস। অনেক স্টার্টআপ শুরুতেই ঝরে পড়ে। কেয়ার টিউটরসের উদ্যোক্তারা ব্যতিক্রম।

প্রধান নির্বাহী মাসুদ পারভেজ বলেন, ‘শুরুতে পথ চলা অনেক কঠিন ছিল। এখন দেশের সব বিভাগীয় শহরে আমাদের সার্ভিস রয়েছে। কেয়ার টিউটরসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত টিউশনসহ অন্যান্য সুবিধা যুক্ত করা হচ্ছে।’

কেয়ার টিউটরসের ওয়েবসাইট (https://caretutors.com/) ও অ্যাপের (https://playgoogle.com/store/apps/details?id=com.caretutors) মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থী খোঁজা যায়। এর অ্যাপ ব্যবহার করে শিক্ষার্থীর বাসার ঠিকানা খোঁজাসহ বিভিন্ন সুবিধা রয়েছে।