Thank you for trying Sticky AMP!!

আসছে ওয়াই-ফাই সুবিধার পাওয়ার ব্যাংক

এনারজাইজারের পাওয়ার ব্যাংক

ফোনে চার্জ দিতে কোনো তার বা স্মার্টফোনের পোর্ট ব্যবহার করা লাগবে না। তারহীন সুবিধা থাকায় পাওয়ার ব্যাংকের ওপর ফোনটি রেখে দিলেই চার্জ হয়ে যায়। এমন সুবিধা রয়েছে এনারজাইজারের পাওয়ার ব্যাংকে। দেশের বাজারে ওয়াই–ফাই সুবিধার এনারজাইজারের পাওয়ার ব্যাংক আনছে টেক রিপাবলিক লিমিটেড। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এনারজাইজারের দেশি পরিবেশক হিসেবে কাজ করছে টেক রিপাবলিক।

টেক রিপাবলিকের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোরশেদ বলেন, গত মাসে তাইওয়ান সফরের সময় এনারজাইজার বাংলাদেশের বাজারে আসার আগ্রহ প্রকাশ করে। তাদের পাওয়ার ব্যাংক দেশে আসতে যাচ্ছে আগস্ট মাস থেকে। এনারজাইজারের ম্যাক্স, হাইটেক ও আল্টিমেট সিরিজের পাওয়ার ব্যাংক পাওয়া যাবে। ওয়াই–ফাই সুবিধা ছাড়াও এ পাওয়ার ব্যাংকে থাকবে ইউএসবি, টাইপ সি ও মাইক্রো ইউএসবি পোর্ট। ফলে যেকোনো মডেল ও ব্র্যান্ডের ফোন চার্জ দেওয়া যাবে স্বাচ্ছন্দ্যে।