Thank you for trying Sticky AMP!!

উইকিমিডিয়া ফাউন্ডেশনের নতুন ইডি

লিলা ত্রিতিকোভ

ইন্টারনেটে সবচেয়ে সমৃদ্ধ বিশ্বকোষ উইকিপিডিয়া (www.wikipedia.org) পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক (ইডি) হয়েছেন লিলা ত্রিতিকোভ। অলাভজনক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাবেক ইডি স্যু গার্ডনারের আনুষ্ঠানিক পদত্যাগের পর গত কয়েক মাস ধরেই নতুন ইডি খোঁজা হচ্ছিল। লিলার দায়িত্ব নেওয়ার পর স্যু গার্ডনার ফাউন্ডেশনের বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন।
১ মে আনুষ্ঠানিকভাবে নতুন ইডির নাম ঘোষণা করেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জ্যান বার্ট ডি ব্রিডি। মুক্ত সোর্স প্রযুক্তিতে দীর্ঘদিন ধরেই শীর্ষ পদে কাজ করছেন লিলা। উইকিমিডিয়ায় যোগ দেওয়ার আগে তিনি ক্যালিফোর্নিয়ার মুক্ত সোর্স ও ক্লাউডভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সুগারসিআরএমের প্রধান পণ্য কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। এ ছাড়া সান মাইক্রোসিস্টেমে মুক্ত সোর্স প্রকল্পের প্রধান হিসেবেও কাজ করেছেন।
নতুন দায়িত্ব পেয়ে লিলা ত্রিতিকোভ বলেন, ‘উইকিপিডিয়ার প্রায় ৮০ হাজারের বেশি সক্রিয় স্বেচ্ছাসেবকদের এ বিশাল দলে কাজ করতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে। আশা করছি, সবার সহায়তায় দারুণ কিছু করতে পারব।’
আগামী ১ জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন লিলা। —উইকিমিডিয়া ব্লগ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী