Thank you for trying Sticky AMP!!

উবারে ছাঁটাই হবে ৪০০ উচ্চপদস্থ কর্মী!

খরচ বাঁচানোর প্রচেষ্টা হিসেবে মার্কেটিং টিম থেকে ৪০০ উচ্চপদস্থ কর্মী ছাঁটাই করতে পারে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। পাবলিক কোম্পানি হিসেবে দাঁড়ানোর টালমাটাল অবস্থায় কর্মী ছাঁটাইয়ের মতো পথে হাঁটতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোশরেশাহি এক ই–মেইলে কর্মীদের লিখেছেন, ‘আমাদের অনেক টিম আছে অনেক বড়। এতে একই দায়িত্ব অনেকে ঘাড়ে। এতে কোন সিদ্ধান্ত কে নেবেন তা পরিষ্কার নয়। এতে ফলাফল খুব ভালো আসে না। কোম্পানি হিসেবে আরও ভালো করার সুযোগ রয়েছে। আমরা একে অন্যের কাছ থেকে আরও বেশি কিছু আশা করতে পারি।’

উবার অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। নিউইয়র্ক টাইমসকে কোনো মন্তব্য দেয়নি।

গতকাল সোমবার প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণভাবে ছাঁটাইয়ের কাজটি করেছে বলে গুঞ্জন উঠেছে। বিশ্বের বিভিন্ন দেশের উবারের অফিস থেকে কর্মীদের চাকরিচ্যুত করা হচ্ছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের এক-তৃতীয়াংশ কর্মীই এর আওতায় পড়ছেন। এসব কর্মীর মধ্যে রাইড প্রমোশন, সোশ্যাল মিডিয়া ও বিজ্ঞাপন বিভাগের কর্মীরা রয়েছেন। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে ২৫ হাজারের মতো কর্মী রয়েছেন।