Thank you for trying Sticky AMP!!

এইচএসসিতে অকৃতকার্যদের তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় শেখাবে ক্রিয়েটিভ আইটি

ক্রিয়েটিভ আইটি লোগো

এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় শিখতে বৃত্তির ঘোষণা দিয়েছে ক্রিয়েটিভ আইটি। গ্রাফিক ডিজাইন, রেসপনসিভ ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, থ্রিডি অ্যানিমেশন, এসইও, আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, মোশন গ্রাফিকস, ইন্টেরিয়র-এক্সটেরিয়র ডিজাইন ও ইমেজ এডিটিং কোর্সগুলোয় বৃত্তি দেবে প্রতিষ্ঠানটি।

ক্রিয়েটিভ আইটি কর্তৃপক্ষ জানিয়েছে, তথ্যপ্রযুক্তি খাতে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের পছন্দসই বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্ম ‘ক্রিয়েটিভ ই-স্কুলে’ লাইভ ও অফলাইন প্ল্যাটফর্ম ক্রিয়েটিভ আইটিতে সরাসরি প্রশিক্ষণ নেওয়া যাবে।

ক্রিয়েটিভ আইটির প্রধান নির্বাহী মনির হোসেন বলেন, আবেদনকারীর কম্পিউটার পরিচালনা সম্পর্কে প্রাথমিক ধারণা ও নিজস্ব কম্পিউটার থাকতে হবে। নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্ধারণ করা হবে। যাঁরা বৃত্তিতে আগ্রহী, তাঁদের ৩১ আগস্টের মধ্যে goo.gl/3EYguf—এই লিংকে আবেদন করতে হবে।