Thank you for trying Sticky AMP!!

এইচপির ল্যাপটপে উপহার

এইচপির ল্যাপটপের নতুন অফার ঘোষণা করেন স্মার্ট টেকনোলজির কর্মকর্তারা।

এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ক্রেতাদের জন্য বিশেষ অফার চালু করেছে প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। এ অফারে এইচপি ল্যাপটপ কিনলে মডেলভেদে ক্রেতারা ট্রাভেল ব্যাগ অথবা ট্রাভেল ট্রলি উপহার পাবেন।

গতকাল সোমবার আগারগাঁও স্মার্ট টেকনোলজিসের প্রধান কার্যালয়ে এইচপি ল্যাপটপের কনজ্যুমার প্রমোশন লঞ্চিং শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক এস এম মহিবুল হাসান, পরিচালক-চ্যানেল বিজনেস জাফর আহমেদ ও পরিচালক-চ্যানেল সেলস মুজাহিদ আলবেরুনী সুজন।

এস এম মহিবুল হাসান বলেন, ক্রেতাদের উৎসাহ দিতে এইচপি পণ্যের সঙ্গে নতুন অফার চালু করা হয়েছে। এইচপি সব সময়ই একটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ড।