Thank you for trying Sticky AMP!!

একুশ আমার

অ্যাপস কর্নার

ভাষা আন্দোলনের ইতিহাস সহজে তুলে ধরা হয়েছে একুশ আমার অ্যাপে। এতে কালপঞ্জি ১৯৪৭ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত কখন কী ঘটেছিল, আন্দোলনের অংশগ্রহণকারীদের সংক্ষিপ্ত জীবনী আছে এতে। ভাষাশহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, ধীরেন্দ্রনাথ দত্তের পরিচিতিও তুলে ধরা হয়েছে এ অ্যাপে।

ভাষা আন্দোলনের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’, ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’, ‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা’ শোনা যাবে এ অ্যাপটিতে। সঙ্গে একুশে ফেব্রুয়ারির ওপর নির্মিত প্রামাণ্য চিত্র দেখা যাবে ইউটিউবের মাধ্যমে।

অমর একুশে নিয়ে কবিতা আছেএই অ্যাপে। আরও আছে ভাষা আন্দোলনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র।অ্যাপটির আর্কাইভস বা গ্যালারি থেকে ওয়াল পেপারও পাওয়া যাবে।

নির্মাতা: এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেড (ইএটিএল) 

আকার: ২৩ মেগাবাইট (অ্যান্ড্রয়েড)। বিনা মূল্যে নামানো যাবে।

নামানোর ঠিকানা: http://goo.gl/ixjF3s

ডটকম প্রতিবেদক