Thank you for trying Sticky AMP!!

এ কালের ড্রোনাচার্য

ড্রোন এখন অনেক কাজের কাজি।
>মহাভারতের অন্যতম এক চরিত্র দ্রোণাচার্য। অস্ত্রবিদ্যার গুরু ছিলেন তিনি। আধুনিক জমানার ড্রোন যন্ত্রটিও এক অর্থে অস্ত্র। যা দিয়ে দুর্গম স্থানে দুর্গতদের হাতে তুলে দেওয়া যায় খাদ্য–পানীয়, আবার বোমা নিক্ষেপের মতো ভয়ংকর কাজেও এর ব্যবহার আছে। যাহোক, দ্রোণ আর ড্রোন—নাম ও বৈশিষ্ট্যে কী চমৎকার মিল। ইংরেজি ড্রোন (Drone) শব্দটির একটি অর্থ হলো ‘গুন গুন আওয়াজ’। ভাষাবিদেরা বলছেন, ড্রোন এসেছে drān বা drǣn শব্দ থেকে। এর অর্থ পুরুষ মৌমাছি। আক্ষরিক অর্থ যা–ই হোক, ড্রোন বলতে এখন আমরা বুঝি রিমোট দিয়ে নিয়ন্ত্রিত খুদে আকাশযান। এর ব্যবহার নিয়ে দেশ–বিদেশে বিতর্ক আছে, আবার সুনামও আছে অনেক কাজের কাজি হিসেবে। লিখেছেন মাহফুজ রহমান