Thank you for trying Sticky AMP!!

ওয়ানপ্লাসের ৫জি ফোন মে মাসে

ওয়ানপ্লাস ৫জি ফোন

আগামী বছরের মে মাসে ৫জি নেটওয়ার্ক–সমর্থিত স্মার্টফোন বাজারে আনবে ওয়ানপ্লাস। নতুন ব্র্যান্ড নামে এ স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। শুরুতে যুক্তরাজ্যর বাজারে ওই ফোন ছাড়বে ওয়ানপ্লাস। ফোনটি বর্তমানে বাজারে থাকা ওয়ানপ্লাস সিক্স টি মডেলের ফোনের চেয়ে ২০০ থেকে ৩০০ ডলার দাম বেশি হবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ানপ্লাসের প্রধান নির্বাহী পিট লাউ বলেন, আগামী মে মাসের দিকে ৫জি ফোন পাওয়া যাবে। নেটওয়ার্ক যন্ত্রপাতির দাম বেশি হওয়ায় এ ফোনের দাম বেড়ে যাবে।

এ ধরনের ফোনের অবশ্য রাতারাতি বাজার দখল করার সম্ভাবনা দেখছেন না ওয়ানপ্লাসের প্রধান নির্বাহী। তবে আগেভাগে ৫জি ফোনের বাজার ধরার পরিকল্পনা থেকে তিনি এ পদক্ষেপ নিচ্ছেন। তাঁর মতে, ২০২০ সাল থেকে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

নতুন স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট ব্যবহৃত হবে। এই চিপসেটের বৈশিষ্ট্য হচ্ছে, এতে ৫জি স্ন্যাপড্রাগন এক্স৫০ মডেম থাকবে, যা ৫জি ওয়্যারলেস ডেটার সঙ্গে যুক্ত হতে পারে। এতে বর্তমানে ৪জি নেটওয়ার্কের তুলনায় ৫০ থেকে ১০০ গুণ দ্রুতগতির তথ্য স্থানান্তর সুবিধা থাকবে।