Thank you for trying Sticky AMP!!

কাল থেকে বার্লিনে মুক্ত জ্ঞানের উৎসব

.

আগামীকাল বুধবার থেকে জার্মানির বার্লিনে শুরু হচ্ছে মুক্ত জ্ঞানের উৎসব ‘ওপেন নলেজ ফেস্টিভাল ২০১৪’। ওপেন সোর্সভিত্তিক নানা কর্মকাণ্ড পরিচালনাকারী যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওপেন নলেজ ফাউন্ডেশনের (ওকেএফ) উদ্যোগে এ উৎসব চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বিশ্বের অন্যতম বড় মুক্ত জ্ঞান ও মুক্ত তথ্যবিষয়ক এ সম্মেলনের এবারের বিষয় ‘ওপেন মাইন্ডস টু ওপেন অ্যাকশন’। এর আগে ২০১২ সালে ফিনল্যান্ডে একই উৎসব অনুষ্ঠিত হয়েছে। চলতি বছর প্রায় ৬০টি দেশের এক হাজার মানুষ উৎসবে অংশ নেওয়ার কথা রয়েছে। উৎসবের অনুষ্ঠান প্রধান বিয়েট্রিস মার্টিনি প্রথম আলোকে জানান, এবারের উৎসবে ওপেন ডেটা ইনডেস্ক, স্টপ সিক্রেট কন্ট্রাক্টস, ওপেন ব্যাংক প্রকল্প, ওপেন স্পেন্ডিং, ওপেন এডুকেশন, ই-ওয়েস্ট এক্সপ্লোরেশন, ওপেন সায়েন্স, ক্লাইমেট চেঞ্জ ইন ওপেন ওয়েদার ডেটা, বিজনেস রেভিনিউ মডেল ফর ওপেন ডেটা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।
মূল প্রবন্ধ পড়বেন ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট এবং ইইউ কমিশনের ডিজিটাল বিভাগের কমিশনার নিলি ক্রোস, গ্লোবাল উইটনেসের প্রতিষ্ঠাতা পেট্রিক অ্যালি, গুগলের রাজনীতি এবং নির্বাচন বিভাগের প্রধান এরিক হেসেন, উইকিমিডিয়া আর্জেন্টিনার প্রতিষ্ঠাতা বিয়েট্রিজ বুসানিসিসহ অনেকে। চলতি উৎসবে আগামী বছরে এশীয় অঞ্চলে এ ধরনের সম্মেলন কিংবা উৎসব নিয়ে বিশেষ আলোচনা হবে। এতে ওকেএফের বাংলাদেশ প্রতিনিধি নুরুন্নবী চৌধুরী ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশের ওপেন নলেজের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনের পাশাপাশি বুধবার ও বৃহস্পতিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ‘আন ফেস্টিভাল’। অলাভজনক সংস্থা হিসেবে ওকেএফ ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির নানা কাজের মধ্যে রয়েছে ওপেন স্পেন্ডিং, স্কুল অব ডেটা, ওপেন জিএলএএম, ওপেন গভর্নমেন্ট ডেটা, ওপেন ট্রান্সপোর্ট, ওপেন সায়েন্স, ওপেন ইকোনমিকস, ওপেন বিবলিওগ্রাফি, ওপেন একসেস, পাবলিক ডোমেইন ইত্যাদি। উৎসবের বিস্তারিত জানা যাবে (http://2014.okfestival.org) ঠিকানায়।