Thank you for trying Sticky AMP!!

চাকরি খোঁজার ফিচার গুগল সার্চে

চাকরি খোঁজার নতুন ফিচার যুক্ত হয়েছে গুগল সার্চে। এতে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার চাকরির সন্ধানদাতা ওয়েবসাইটগুলো থেকে তথ্য নিয়ে চাকরিপ্রার্থীদের জন্য সার্চ ফল দেখাবে। গুগলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভিন্ন ওয়েবে তালিকাবদ্ধ চাকরির তথ্যগুলো সমন্বিতভাবে গুগল সার্চ অপশনে থাকবে। পছন্দের চাকরির ওপর ক্লিক করলে সংক্ষিপ্ত আকারে বিভিন্ন তথ্য দেখা যাবে। সেখান থেকে বিস্তারিত লিংকে গিয়ে আবেদনের সুযোগ থাকবে। চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য ‘ওপেন ডকুমেন্টেশন’ রেখেছে গুগল, যা ছোট-বড় বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন চাকরির তথ্য প্রদর্শনযোগ্য হতে সহায়তা করবে। নতুন সার্চ ফিচারটি ইংরেজি ভাষায় অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে গুগল অ্যাপসহ ডেস্কটপ ও মোবাইলের গুগল সার্চ অপশনে ব্যবহার করা যাবে।