জিমেইলের পটভূমির পরিবর্তন
জিমেইলের পটভূমির পরিবর্তন

টিপস

জি-মেইলের পটভূমি পরিবর্তন

প্রতিদিন জি-মেইলের একই রকম পটভূমি বা ব্যাকগ্রাউন্ড দেখতে অনেকেরই বিরক্ত লাগে। চাইলেই জি-মেইলের ব্যাকগ্রাউন্ডের ছবি পরিবর্তন করে নেওয়া যায়। এ জন্য জি-মেইল রয়েছে বেশ কয়েকটি সুন্দর থিম, যা বিনা মূল্যে ব্যবহার করা যায়।

পটভূমি বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য প্রথমে জি-মেইলে ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ওপরে ডান পাশে থাকা Settings অপশনে ক্লিক করলেই একটি পেজ দেখা যাবে। এবার appearance–এ ক্লিক করলেই Theme অপশন পাওয়া যাবে। এবার অপশনটি ক্লিক করে ক্রোম ওয়েবস্টোর থেকে পছন্দের ব্যাকগ্রাউন্ড নির্বাচন করে Add to chrome নির্বাচন করতে হবে।