Thank you for trying Sticky AMP!!

টাফ গেমিং মনিটর বাজারে

আসুস টাফ গেমিং মনিটর

তাইওয়ানের প্রতিষ্ঠান আসুসের দ্য আল্টিমেট ফোর্স (টাফ) সিরিজের নতুন মনিটর বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। আসুসের আরওজি সিরিজের পাশাপাশি টাফ সিরিজ গেমিং মনিটর হিসেবে পরিচিত। টাফ গেমিং সিরিজের ভিজি ২৭ একিউ, ভিজি ৩২ ভিকিউ মডেলের পাশাপাশি ভিজি ৩২ ভিকিউ মনিটরটি ৩১.৫ ইঞ্চি ওয়াইড কোয়াডএইচডি ১৪৪ হার্টজের বাঁকানো মনিটর।

ভিজি ২৭ একিউ, ভিজি ৩২ ভিকিউ মডেলের মনিটরে আসুসের নিজস্ব এক্সট্রিম মোশন ব্লার সিংক ও ১ মিলি সেকেন্ড রেসপন্স টাইম সমর্থন করে। এতে মানসম্মত এইচডিআর-টেন সমর্থন করে বলে ছবির উন্নত মান পাওয়া যায়। এতে মনিটরে শ্যাডো বুস্ট, গেমপ্লাস, গেম ভিজুয়াল সমর্থন করে। এতে আছে আই কেয়ার প্রযুক্তি সমর্থন, যা চোখের জন্য আরামদায়ক।

ভিজি ২৭ একিউ মনিটরের দাম ৫৪ হাজার টাকা এবং ভিজি ৩২ ভিকিউ মনিটরের দাম ৬১ হাজার টাকা। এতে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।