Thank you for trying Sticky AMP!!

ডক্টরোলা ব্যবহারকারী বাড়ছে

গত বছরে বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে বিশ্বের কয়েকটি সম্ভাবনাময় উদ্যোগের (স্টার্টআপ) তালিকায় স্থান পেয়েছিল বাংলাদেশের ডক্টরোলা। ২০১৫ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে রোগী ও চিকিৎসকের মধ্যে যোগাযোগের কাজটি করে দেয়। ডক্টরোলা কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে অনলাইনে সেবা নেওয়ার হার বাড়ছে। চালু হওয়ার পর থেকে ১ লাখ ২০ হাজার মানুষ এখান থেকে সেবা নিয়েছেন। এর মধ্যে শহরের পাশাপাশি গ্রামের মানুষও আছেন। 


ডক্টোরোলার প্রধান নির্বাহী মো. আব্দুল মতিন জানান, ডক্টরোলায় ৮ হাজারেরও বেশি স্বীকৃত ডাক্তার রয়েছে। ঘরে বসেই তাদের সঙ্গে দেখা করার সময় চাওয়া যায়। ১৬৪৮৪ এ কল করে রোগের উপসর্গ বললে ডক্টরোলার সহকারী রোগীকে তার প্রয়োজনীয় চিকিৎসকের সাক্ষাতের ব্যবস্থা দেন। লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেও সেবা পাওয়া যায়।