দেশে নিরাপত্তা প্রকৌশলী, সফটওয়্যার নির্মাতা, ওয়েব ডেভেলপার, তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক, প্রোগ্রামার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পেশাদার প্রযুক্তি দক্ষ ব্যক্তিদের চাহিদা বাড়ছে। তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল তৈরিতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করছে বাংলাদেশি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এমএসএস আইটি।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্রন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং, এঙ্গুলার জেএসসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। দক্ষ প্রশিক্ষণদাতাদের মাধ্যমে দুই মাসের প্রশিক্ষণের সঙ্গে তিন মাসের অনুশীলন করাবে তারা। এমএসএস আইটি সম্পর্কে জানা যাবে (www.mssit.io) তাদের ওয়েবসাইটে।