Thank you for trying Sticky AMP!!

দেশে 'ফু' ব্র্যান্ডের এয়ারফোন

ফু ব্র্যান্ডের এয়ারফোন

দেশের বাজারে ‘ফু’ ব্র্যান্ডের ১০ মডেলের এয়ারফোন আনল দেশি প্রযুক্তি পণ্য নির্মাতা ওয়ালটন। এতে রয়েছে ইন-লাইন ভলিউম কন্ট্রোল। এতে ২০ থেকে ২০ হাজার হার্টজ ফ্রিকোয়েন্সি রেঞ্জে শব্দ শোনা যাবে।

ওয়ালটনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নত মানের এসব এয়ারফোন দারুণ নকশা ও রঙে বাজারে পাওয়া যাবে। এতে রয়েছে প্লে, পজ, আনসার, অফ, নয়েজ ক্যান্সেলিং, মাইক্রোফোন ইত্যাদি ফাংশন। ৩.৫ মিলিমিটার জ্যাক সমর্থিত সব ধরনের ডিভাইস—যেমন মোবাইল ফোন, ট্যাব, এমপিথ্রি, এমপিফোর, ল্যাপটপ-কম্পিউটারে ফু এয়ারফোনগুলো ব্যবহার করা যাবে।

ওয়ালটন কম্পিউটার পণ্য ব্যবস্থাপক আবুল হাসনাত বলেন, এয়ারফোন ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দঁড়িয়েছে। অনেকে দীর্ঘ সময় ধরে গান শোনা কিংবা কথা বলায় অভ্যস্ত। কিন্তু সস্তা এয়ারফোনে কানের ক্ষতি হয়। বাজারে নতুন আসা ওয়ালটনের ফু উন্নত এয়ারফোন। কোনো অস্বস্তি ছাড়াই ব্যবহার করা যায়। এতে উন্নত এয়ারবাড ব্যবহৃত হয়েছে। বাজারে ৪৯০ থেকে ১ হাজার ৩৫০ টাকায় এসব এয়ারফোন পাওয়া যাবে।