Thank you for trying Sticky AMP!!

নতুন বছরে নতুন ব্রাউজার

নতুন এজের লোগো। ছবি: মাইক্রোসফটের সৌজন্যে

গত সেপ্টেম্বরে ক্রোমিয়ামনির্ভর এজ ব্রাউজারের পরীক্ষামূলক সংস্করণ দেখিয়েছিল মাইক্রোসফট। চলতি সপ্তাহে নতুন লোগো ছড়িয়ে পড়ে ওয়েবে। এবার পূর্ণ সংস্করণ প্রকাশের তারিখ ঘোষণা করল প্রতিষ্ঠানটি। ২০২০ সালের ১৫ জানুয়ারি আসছে নতুন এজ। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, চার বছর আগে এজের বর্তমান লোগো দেখিয়েছিল মাইক্রোসফট। সেটি দেখতে ছিল ইন্টারনেট এক্সপ্লোরারের মতোই। এবারের লোগোতে ঠাঁই পেয়েছে ঢেউ। নকশায় অফিসের নতুন আইকনগুলোর মিল রাখা হয়েছে।