Thank you for trying Sticky AMP!!

পরিবর্তন নিয়ে ১৫ বছরে গুগল ম্যাপ

গুগল ম্যাপসের নতুন লোগো। ছবি: গুগলের সৌজন্যে

এখন মানুষের দরকারি এক সেবার নাম গুগল ম্যাপস। ১৫ বছরে পা দিল গুগলের জনপ্রিয় এ সেবাটি। ১৫ বছর পূর্তিতে গুগল ম্যাপস অ্যাপে আসছে বেশ কিছু পরিবর্তন। গুগল ম্যাপস অ্যাপটিকে নতুন করে সাজানোর পাশাপাশি এর আইকনেও এসেছে পরিবর্তন। এ ছাড়া বেশ কিছু নতুন ফিচারও ব্যবহার করার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, গুগল ম্যাপের ইউজার ইন্টারফেস বদলে যাচ্ছে। একই সঙ্গে বদলে যাচ্ছে অ্যাপের আইকন। এখন থেকে অ্যাপটির আইকনে পিনের ছবি দেখা যাবে। বর্তমানে গুগল ম্যাপসে থাকা এক্সপ্লোর, কমিউট ও ফর ইউ ট্যাবগুলোতেও আসছে পরিবর্তন। নতুনভাবে যুক্ত হচ্ছে সেভড, কন্ট্রিবিউট ও আপডেটস নামের তিনটি সেবা। সব মিলিয়ে ট্যাবের সংখ্যা দাঁড়াবে ৫।

গুগলের নতুন সেবাগুলো মার্চ মাসের দিকে চালু হতে পারে। এতে ক্রাউডসোর্স তথ্য ব্যবহার হবে বেশি। নতুন ফিচারে বাসে বা ট্রেনের ভিড়, তাপমাত্রা কত তা জানা যাবে। এ ছাড়া অগমেন্টেড রিয়েলিটি লাইভ ভিউ ফিচারেও আসবে পরিবর্তন। এটি আরও হালকা হবে। এতে নির্দিষ্ট গন্তব্য সহজে দেখার পাশাপাশি থ্রিডিতে নেভিগেশন দেখার সুযোগ থাকবে।