সমার্থক শব্দ অংশ-৩
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, বাংলা বিষয়ে সমার্থক শব্দের উপর। নিচে কিছু গুরুত্বপূর্ণ ‘সমার্থক শব্দ’ দেওয়া হলো।
নর: পুরুষ, ব্যক্তি, মানব।
নারী: ললনা, অঙ্গন, রমণী, কান্তা।
নৈপুণ্য: দক্ষতা, চাতুর্য, কৌশল।
নিজ: আপন, নিজস্ব, স্বীয়, স্বয়ং।
নসিব: অদৃষ্ট, ভাগ্য, কপাল।
পানি: জল, জীবন, সলিল, নীর, বারি।
পৃথিবী: বসুন্ধরা, বসুমতী, ভূ, ভুবন, জগৎ, বসুধা।
পর্বত: গিরি, শৈল, পাহাড়, মহীধর।
পাথর: পাষাণ, প্রস্তর, শিলা।
পক্ষী: পাখি, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, খগ।
পুণ্য: সুকৃতি, শ্রেয়, ধর্ম, সৎকার্য, পবিত্র।
প্রবীণ: প্রাচীন, বয়স্ক, বৃদ্ধ।
প্রচণ্ড: তীব্র, প্রখর, কড়া, প্রবল।
ফুর্তি: আনন্দ, হর্ষ, উল্লাস, উচ্ছ্বাস।
ফুল: কুসুম, পুষ্প, প্রসূন।
বল: শক্তি, সামর্থ্য, ক্ষমতা।
বাণী: কথা, বচন, ভাষণ, বাক্য।
বিজ্ঞ: জ্ঞানী, পণ্ডিত, অভিজ্ঞ, বিচক্ষণ।
বিপদ: আপদ, বিপত্তি, দুর্দশা, দুরবস্থা।
বন্ধু: মিত্র, সখা, সুহূদ।
ব্যবস্থা: জোগাড়, নিয়ম, উপায়।
বর্বর: অসভ্য, নিষ্ঠুর, মূর্খ।
সহকারী শিক্ষক ইয়ার নুরুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল