বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়

বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকেয়াকে

বেগম রোকেয়া
বেগম রোকেয়া

সঠিক উত্তরটি লেখ  অংশ-১২
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর।
অধ্যায়-১০
৩. বাংলাদেশ কী ধরনের রাষ্ট্র বলে তুমি মনে করো?
ক. পরিবারতান্ত্রিক খ. একনায়কতান্ত্রিক
গ. গণতান্ত্রিক ঘ. প্রজাতান্ত্রিক
উত্তর: গ. গণতান্ত্রিক
৪. ‘ঐকমত্য’ বলতে তুমি কী বোঝ?
ক. দু-চারজনের অভিন্ন মত
খ. ১০০ জনের অভিন্ন মত
গ. অর্ধেক মানুষের অভিন্ন মত
ঘ. অধিকাংশের অভিন্ন মত
উত্তর: ঘ. অধিকাংশের অভিন্ন মত
৫. অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকে তুমি কী বলে মনে করবে?
ক. স্বৈরতান্ত্রিক মনোভাব
খ. রাজতান্ত্রিক মনোভাব
গ. গণতান্ত্রিক মনোভাব
ঘ. সমাজতান্ত্রিক মনোভাব

উত্তর: গ. গণতান্ত্রিক মনোভাব
৬. ‘গণতান্ত্রিক মনোভাব’ কেমন ধরনের গুণ?
ক. ব্যক্তিগত ও সামাজিক গুণ
খ. ব্যক্তিহীন অসামাজিক গুণ
গ. আর্থিক ও পারিপার্শ্বিক গুণ
ঘ. ধর্মীয় ও নৈতিক গুণ
উত্তর: ক. ব্যক্তিগত ও সামাজিক গুণ
৭. তোমার ক্লাসে শ্রেণিনেতা নির্বাচন হয়েছে। শ্রেণিনেতা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট যে পেয়েছে তাকে কী করা হবে?
ক. প্রথম শ্রেণিনেতা খ. দ্বিতীয় শ্রেণিনেতা
গ. তৃতীয় শ্রেণিনেতা ঘ. চতুর্থ শ্রেণিনেতা
উত্তর: ক. প্রথম শ্রেণিনেতা
৮. শ্রেণিনেতা নির্বাচনে যে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে সে কী নির্বাচিত হলো?
ক. ৫ম শ্রেণিনেতা খ. ৪র্থ শ্রেণিনেতা
গ. ২য় শ্রেণিনেতা ঘ. ৩য় শ্রেণিনেতা
উত্তর: গ. ২য় শ্রেণিনেতা
৯. ‘সমপ্রীতি’ বলতে তুমি কী বোঝো?
ক. দুজনের মধ্যে সম্পর্ক
খ. সবার মধ্যে প্রীতির বন্ধন
গ. চারজনের মধ্যে বন্ধুত্ব ঘ. একত্র থাকা
উত্তর: খ. সবার মধ্যে প্রীতির বন্ধন
অধ্যায়-১১
১. তুমি যে বিদ্যালয়ে পড়াশোনা করো সে বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে কী রয়েছেন?
ক. বালক ও বালিকা খ. যুবক
গ. নারী ও পুরুষ ঘ. যুবতী
উত্তর: গ. নারী ও পুরুষ
২. বাংলাদেশের জনসংখ্যার শতকরা কত ভাগ নারী?
ক. ৩৯ ভাগ খ. ৪৩ ভাগ
গ. ৪৭ ভাগ ঘ. ৪৯ ভাগ
উত্তর: ঘ. ৪৯ ভাগ
৩. একটি দেশের উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় কেন?
ক. নারী ও পুরুষের সমান অংশগ্রহণ না থাকায়
খ. শিক্ষাপ্রতিষ্ঠানের স্বল্পতায়
গ. কলকারখানার স্বল্পতায়
ঘ. দক্ষতার অভাব হলে
উত্তর: ক. নারী ও পুরুষের সমান অংশগ্রহণ না থাকায়
৪. বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে?
ক. বেগম রোকেয়া খ. বেগম সুফিয়া কামাল
গ. জাহানারা ইমাম ঘ. চন্দ্রাবতী
উত্তর: ক. বেগম রোকেয়া
৫. নারী-পুরুষের সমতা বলতে তুমি কী বোঝ?
ক. সুযোগ-সুবিধার ভিন্নতা
খ. সমান সুযোগ-সুবিধা
গ. সুযোগ-সুবিধার বণ্টন
ঘ. সুযোগ-সুবিধার আনুপাতিক হার
উত্তর: খ. সমান সুযোগ-সুবিধা।
শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল