বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
নদীর স্বপ্ন
২৬। ‘রুপালি ইলিশ’ বাংলাদেশের কোন দিকটি উন্মোচিত করে?
ক. ইতিহাস খ. ঐতিহ্য গ. গর্ব ঘ. প্রকৃতি
সঠিক উত্তর: খ. ঐতিহ্য
২৭। ‘কারসাজি’ বলতে বোঝায়—
ক. ‘কূটকৌশল খ. চালাকি গ. ফন্দি ঘ. সব কটি
সঠিক উত্তর: ঘ. সব কটি
২৮। ‘নদীর স্বপ্ন’ কবিতার আঙ্গিক রূপায়নের বিষয়—
ক. শিশুমনের কল্পনাশক্তি খ. শিশুমনের পাকামি
গ. বৃদ্ধমনের কল্পনাশক্তি ঘ. বৃদ্ধমনের ছেলেমি
সঠিক উত্তর: ক. শিশুমনের কল্পনাশক্তি
২৯। ‘নদীর স্বপ্ন’ কবিতাটি পাঠের মাধ্যমে—
ক. কিশোরদের কল্পনাশক্তির প্রসার ঘটবে
খ. প্রকৃতি ও দেশের প্রতি আকর্ষণ বাড়বে
গ. ভাইবোনের মধ্যে মধুর সম্পর্ক সৃষ্টি হবে ঘ. সব কটি
সঠিক উত্তর: ঘ. সব কটি
৩০। ‘নদীর স্বপ্ন’ কবিতায় ব্যবহূত শব্দটি হলো—
ক. ঝলঝল খ. সংস্কৃত গ. ঝলমল ঘ. ঝুপঝাপ
সঠিক উত্তর: গ. ঝলমল
জাগো তবে অরণ্য কন্যারা
১। সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন—
ক. ১৯১০ খ্রিষ্টাব্দে খ. ১৯১১ খ্রিষ্টাব্দে
গ. ১৯১২ খ্রিষ্টাব্দে ঘ. ১৯১৩ খ্রিষ্টাব্দে
সঠিক উত্তর: খ. ১৯১১ খ্রিষ্টাব্দে
২। সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন—
ক. সাতক্ষীরা জেলায় খ. বরিশাল জেলায়
গ. খুলনা জেলায় ঘ. যশোর জেলায়
সঠিক উত্তর: খ. বরিশাল জেলায়
৩। কোনটি স্মৃতিমূলক রচনা—
ক. কাজল খ. কেয়ার কাঁটা গ. একাত্তরের ডাইরি ঘ. পূরবী
সঠিক উত্তর: গ. একাত্তরের ডাইরি
৪। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে?
ক. গোলাপ খ. অরণ্য গ. মৌসুমি ফুল ঘ. শাপলা ফুল
সঠিক উত্তর: গ. মৌসুমি ফুল
৫। আনন্দ কার জন্য আনবে?
ক. মানুষের খ. আত্মার জন্য গ. সবার জন্য ঘ. ক্ষুধার্তের
সঠিক উত্তর: খ. আত্মার জন্য
৬। কবি কী জন্য ব্যথিত?
ক. প্রকৃতির ধ্বংসে খ. স্বামী মারা গেছে
গ. গরিব বলে ঘ. পৃথিবী দুঃখে
সঠিক উত্তর: ক. প্রকৃতির ধ্বংসে
৭। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কোন কাব্য থেকে নেওয়া?
ক. উদাত্ত পৃথিবী খ. সাঁঝের মায়া
গ. মায়া কাজল ঘ. ইতল বিতল
সঠিক উত্তর: ক. উদাত্ত পৃথিবী
৮। ‘কঙ্কণ’ শব্দের অর্থ কী?
ক. মালা খ. শাড়ি গ. কাঁকন ঘ. ফুল
সঠিক উত্তর: গ. কাঁকন
৯। ‘বহ্নি’ শব্দের অর্থ কী?
ক. আগুন খ. অধর গ. পানি ঘ. বায়ু
সঠিক উত্তর: ক. আগুন
১০। ‘ম্লান’ শব্দের অর্থ কী?
ক. মলিন খ. তাজা গ. ভেজা ঘ. শুকনা
সঠিক উত্তর: ক. মলিন।
১১। ‘মুমূর্ষু’ শব্দের অর্থ কী?
ক. মৃত খ. মৃতপ্রায় গ. জীবন্ত ঘ. সজীব
সঠিক উত্তর: খ. মৃতপ্রায়।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল