সংকল্প—তীব্র ইচ্ছা

বাংলা

শব্দের অর্থ লেখ  অংশ-২
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ৮ নম্বর প্রশ্নটি থাকে শব্দের অর্থ লেখ এর ওপর। নিচে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেওয়া হলো।

সুন্দরবনের প্রাণী
প্রযোজ্য — যা প্রয়োগ করা যায়
দণ্ডনীয় — শাস্তি পাওয়ার যোগ্য
কর্তব্য — যা করা প্রয়োজন
নিষিদ্ধ — যা নিষেধ করা হয়েছে
যথেষ্ট — প্রচুর
রয়্যাল — রাজকীয়

সংকল্প
সংকল্প — তীব্র ইচ্ছা
বদ্ধ — বন্ধ
যুগান্তর — এক যুগের পর আরেক যুগ
দেশান্তর — অন্যদেশ
কিসের নেশায় — কী উদ্দেশ্যে
বরণ — কোনো কিছু সাদরে গ্রহণ
মরণ-যন্ত্রণা — মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা
ডুবুরি — যারা গভীর পানিতে ডুব দিয়ে কোনো জিনিস উদ্ধার করে আনে
দুঃসাহসী — অত্যধিক সাহসী
চন্দ্রলোক — চাঁদের দেশ

হাতি ও শিয়ালের গল্প
ছোঁয়া — স্পর্শ করা
ঝোপঝাড় — ছোট ছোট গাছের জঙ্গল
লোকালয়ে — বসতবাড়ি বা জনগণের আবাসস্থান
সভ্য — ভদ্র
রাজত্ব — রাজ্যের অধিকার
কায়দা — কৌশল
বটপাকুড় — বিশাল গাছ
অতিথি — মেহমান বা আগন্তুক
তোলপাড় — ওলট-পালট, গন্ডগোল
মেদিনী — পৃথিবী
অমিত — অত্যধিক
ভারিক্কি — গম্ভীর প্রকৃতি
শুঁড় — পশুবিশেষের লম্বা ও গোলাকার মুখ বা নাক
নিরীহ — শান্ত
শঙ্কা — ভয়
ভায়া — ভাই
দিগন্ত — প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়
অহংকার — নিজে অনেক বড় কেউ—এরকম মনে করা
তিরিক্ষি — খারাপ মেজাজ
তুলকালাম কাণ্ড — এলাহি কাণ্ড
হুঙ্কার — চিৎকার
মেদিনী — ভূপৃষ্ঠ
তটস্থ — ব্যতিব্যস্ত
শঙ্কিত — ভীত
বিন্দুসদৃশ — খুব ছোট
শক্তিধর — শক্তি আছে যার
দুর্নিনীত — বিনীত বা ভদ্র নয় যে
আস্তানা — বসবাসের জায়গা
উদগ্রীব — প্রতিমুহূর্ত অপেক্ষা করা
অবলীলায় — খুব সহজে
সমস্বরে — একসঙ্গে শব্দ করা বা কথা বলা

শব্দদূষণ
নিশিরাত — গভীর রাত্রি
কিচির মিচির — পাখির ডাকাডাকির আওয়াজ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল