
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রি-রেজিস্ট্রেশন নিয়ে চারপাশে তোলপাড়! কেমন প্রভাব ফেলছে এই বিষয়টি আমাদের জীবনে?
প্রবাদ-প্রবচনের ওপর প্রভাব
বহুকাল ধরে চলে আসা প্রবাদ ‘যত বড় মুখ নয়, তত বড় কথা’র বদলে মানুষ হয়তো এখন বলতে শুরু করবে ‘যত বড় আঙুল নয়, তত বড় ছাপ’!
কিংবা ধরুন ‘ঘুঘু দেখেছ, ফাঁদ দেখোনি’র বদলে ‘আঙুল দেখেছ, ছাপ দেখোনি’ বলার চল শুরু হবে!
চলচ্চিত্রের ওপর প্রভাব
চলচ্চিত্র একটা জাতির মনন এবং একই সঙ্গে শৈল্পিক রুচিরও প্রতীক। সেই চলচ্চিত্রেও বায়োমেট্রিক পদ্ধতির সিম নিবন্ধন বেশ ভালো প্রভাব ফেলতে পারে। যেমন ভবিষ্যতে আমরা হয়তো কোনো নায়কের মুখে সংলাপ শুনব, ‘চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু আমারও একটা বায়োমেট্রিক সিম আছে!’ অথবা নায়িকা হয়তো ভিলেনকে শাসিয়ে বলবে, ‘শয়তান, তুই আমার আঙুল পাবি, কিন্তু ছাপ পাবি না...!’
কাস্টমার কেয়ার সেন্টারের ওপর প্রভাব
: আচ্ছা আপু, কেউ যদি আঙুলের বদলে সিম ভেরিফিকেশনের সময় কলাগাছ নিয়ে আসে, তাহলে কী হবে?’
: কী বলতে চাইছেন, পরিষ্কার করে বলুন।
: না মানে...বলছিলাম কী...একটা কথা আছে না, ‘আঙুল ফুলে কলাগাছ’? তাই আঙুলের ছাপ দেওয়া, আর কলাগাছের ছাপ দেওয়া তো একই ব্যাপার হওয়ার কথা, তাই না?