বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য ধারাবাহিকভাবে বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৪০। ‘ইঁদুর কপালে’-এর বিপরীত বাগধারা—
ক. অন্ধকার দেখা খ. একাদশে বৃহস্পতি
গ. কেউকেটা ঘ. অদৃষ্টের পরিহাস
সঠিক উত্তর: খ. একাদশে বৃহস্পতি
১৪১। ‘উড়নচণ্ডী’ বাগধারার অর্থ কী?
ক. নির্বোধ খ. উচ্ছৃঙ্খল
গ. গোঁয়ার ঘ. অমিতব্যয়ী
সঠিক উত্তর: ঘ. অমিতব্যয়ী
১৪২। ‘উড়ো চিঠি’ দ্বারা কী বোঝায়?
ক. গোপনীয় পত্র খ. ডাকযোগে আসা পত্র
গ. বেনামি পত্র ঘ. বিমানযোগে আসা পত্র
সঠিক উত্তর: গ. বেনামি পত্র
১৪৩। কোন বাগধারাটির অর্থ ‘প্রহার’?
ক. উড়নচণ্ডী খ. উত্তম-মধ্যম
গ. অর্ধচন্দ্র ঘ. এলোপাতাড়ি
সঠিক উত্তর: খ. উত্তম-মধ্যম
১৪৪। ‘এসপার ওসপার’—বাগধারাটি অর্থ—
ক. মীমাংসা খ. কিছু একটা
গ. তাগাদা ঘ. সংঘর্ষ
সঠিক উত্তর: ক. মীমাংসা
১৪৫। ‘কুল কাঠের আগুন’-এর প্রকৃত অর্থ কী?
ক. কেতাদুরস্ত খ. তীব্র জ্বালা
গ. কূপমণ্ডূক ঘ. কাঠের পুতুল
সঠিক উত্তর: খ. তীব্র জ্বালা
১৪৬। ‘কৈ মাছের প্রাণ’ বাগধারাটির অর্থ কী?
ক. যা সহজে মরে না খ. যা সহজে মারা যায়
গ. নীরোগ শরীর ঘ. প্রভাবশালী
সঠিক উত্তর: ক. যা সহজে মরে না
১৪৭। ‘খণ্ড প্রলয়’—বাগধারাটির সঠিক অর্থ নিচের কোনটি?
ক. অল্প নড়াচড়া খ. ছোটখাটো ঝগড়া
গ. ভীষণ ঝড় ঘ. ভীষণ ব্যাপার
সঠিক উত্তর: ঘ. ভীষণ ব্যাপার
১৪৮। ‘অন্ধ অনুকরণ’-এর বাগধারা কী?
ক. চর্বিত চর্বণ খ. গড্ডলিকা প্রবাহ
গ. গৌরচন্দ্রিকা ঘ. হ্রস্বদীর্ঘ জ্ঞান
সঠিক উত্তর: খ. গড্ডলিকা প্রবাহ
১৪৯। ‘গলগ্রহ’ কথাটির অর্থ কী?
ক. নিজের বোঝা নিজে বহন খ. গলা কাটা
গ. পরের বোঝা হয়ে থাকা ঘ. অন্যের মঙ্গলচিন্তা
সঠিক উত্তর: গ. পরের বোঝা হয়ে থাকা
১৫০। ‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কী?
ক. চালাক খ. গোবরের মতো আবর্জনা
গ. প্রতারক ঘ. মূর্খ
সঠিক উত্তর: ঘ. মূর্খ
১৫১। ‘গোলায় যাওয়া’ বাগধারাটির অর্থ কী?
ক. অসৎ কাজ খ. খারাপ কাজে যাওয়া
গ. নষ্ট হওয়া ঘ. দোষের কাজ করা
সঠিক উত্তর: গ. নষ্ট হওয়া
১৫২। ‘চাঁদের হাট’—অর্থ কী?
ক. বিরাট আয়োজন খ. অদৃশ্য বস্তু
গ. আনন্দের প্রাচুর্য ঘ. মগের মুলুক
সঠিক উত্তর: গ. আনন্দের প্রাচুর্য
১৫৩। ‘চক্ষু দান করা’ বাগধারাটির অর্থ কী?
ক. জ্ঞান দান করা
খ. কাউকে চোখ দান করা
গ. উপহার দেওয়া ঘ. চুরি হওয়া
সঠিক উত্তর: ক. জ্ঞান দান করা
১৫৪। ‘ঠোঁটকাটা’ বাগধারাটির অর্থ কী?
ক. মন্দ লোক খ. বেয়াড়া লোক
গ. রাগী লোক ঘ. বেহায়া
সঠিক উত্তর: ঘ. বেহায়া
১৫৫। ‘তাসের ঘর’ অর্থ কী?
ক. তাস খেলার ঘর খ. দীর্ঘস্থায়ী
গ. ক্ষণস্থায়ী বস্তু ঘ. পূর্ণস্থায়ী
সঠিক উত্তর: গ. ক্ষণস্থায়ী বস্তু
১৫৬। ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে নিচের কোন বাগধারাটিতে?
ক. দহরম-মহরম খ. ননীর পুতুল
গ. দুধের মাছি ঘ. চাঁদের হাট
সঠিক উত্তর: ক. দহরম-মহরম
১৫৭। ‘দুধের মাছি’ প্রবাদটির অর্থ কী?
ক. চালবাজ লোক খ. বেহায়া
গ. স্বার্থপর লোক ঘ. সুসময়ের বন্ধু
সঠিক উত্তর: ঘ. সুসময়ের বন্ধু
১৫৮। ‘একগুঁয়ে’ কথাটি কোন বাগধারা দিয়ে প্রকাশ পায়?
ক. নেই আঁকড়া খ. গোঁয়ার গোবিন্দ
গ. রাঘব বোয়াল ঘ. উড়নচণ্ডী
সঠিক উত্তর: ক. নেই আঁকড়া
১৫৯। ‘দলপতি’অর্থের বাগধারা কোনটি?
ক. রাঘব বোয়াল খ. পালের গোদা
গ. রুই-কাতলা ঘ. ভূষণ্ডি কাক
সঠিক উত্তর: খ. পালের গোদা।
১৬০। ‘বিড়াল তপস্বী’ কী অর্থে ব্যবহূত হয়?
ক. কপট ব্যক্তি খ. ভণ্ড সাধু
গ. ঘুষখোর ঘ. নিরেট মূর্খ
সঠিক উত্তর: খ. ভণ্ড সাধু
১৬১। ‘ব্যাঙের আধুলি’ বাগধারাটির অর্থ কী?
ক. সামান্য সম্পদ খ. অস্থায়ী বস্তু
গ. দুঃসাধ্য ঘ. অসম্ভব ঘটনা
সঠিক উত্তর: ক. সামান্য সম্পদ।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল