চলতি রস

ব্রডব্যান্ড ইন্টারনেটের জাল

দেশে এখন সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডের নাম ‘ব্রডব্যান্ড’। এই ব্যান্ড গান করে না, এই ব্যান্ড ব্যবহার করে ঘরে ইন্টারনেটের সংযোগ নেওয়া হয়। তো এই ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এই সেবার বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করেছেন মো. মিকসেতু 

যে চাকা আমাদের এগিয়ে নেয়
যে চাকা আমাদের এগিয়ে নেয়

l আপনি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন। সপ্তাহে হয়তো দু-এক দিন গুরুত্বপূর্ণ কিছু কাজ থাকে। বাকি দিনগুলোতে তেমন কিছু করেন না। ওই ‘বাকি দিনগুলোতে’ ইন্টারনেট সংযোগে কোনো ঝামেলা হবে না; সপ্তাহে যেদিন জরুরি কাজ করবেন, সেদিনই কোনো না কোনো কারণে সংযোগ থাকবে না।

l ইউটিউবে গান শুনছিলেন। হঠাৎ করে খুব জরুরি একটা ফাইল ই-মেইল করতে হবে। ঠিক সে সময়ই দেখবেন, ইন্টারনেট ডাউন হয়ে গেছে। এতক্ষণ বাফারিং ছাড়াই গান শোনা গেলেও এখন ই-মেইলের পেজটা খুলছেই না। চাকা ঘুরছে তো ঘুরছেই।

যে চাকা আমাদের পিছিয়ে দেয়
যে চাকা আমাদের পিছিয়ে দেয়

l সামান্য বজ্রবৃষ্টি হলেই ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। এমনকি আশপাশের কোনো টিভিতে স্টার জলসার সিরিয়ালের বাজ পড়ার শব্দ হলেও দেখবেন আপনার ইন্টারনেট সংযোগ ‘নাই হয়ে গেছে’!

l মাসের শেষ কয়েক দিন যখন আপনার মোবাইল ফোনে ডেটা কেনার টাকাও থাকে না, ঠিক সে সময়ই ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ থাকবে না। খোঁজ নিলেই শুনবেন, সেবাদাতা প্রতিষ্ঠানটির সার্ভারের কাজ চলছে। দু-তিন দিন ইন্টারনেটের সংযোগ থাকবে না।

মাসের শুরুতে ইন্টারনেটের গতি
মাসের শুরুতে ইন্টারনেটের গতি

l বিল নিতে আসার আগে মাসের শুরুর কয়েক দিন ইন্টারনেট সংযোগে কোনো ঝামেলাই হয় না। স্পিডও অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো পাওয়া যায়।

l আপনি চালান ৫ মেগাবাইট/পার সেকেন্ড গতির ইন্টারনেট। অথচ টরেন্টে সিনেমা ডাউনলোড হচ্ছে ০.২/সেকেন্ড গতিতে। ক্ষেত্রবিশেষে কিলোবাইট শুধু বাইট হয়ে যায়।

l ফেসবুকে মশা-মাছি মারছিলেন, ইন্টারনেট সংযোগও ঠিক ছিল। যেই না প্রেমিক/প্রেমিকার সঙ্গে চ্যাট করতে শুরু করলেন, অমনি ইন্টারনেটের গতি আপ-ডাউন শুরু করবে। মেসেজ পাঠিয়েছেন ঠিকই, অথচ পাঁচ মিনিট পর দেখবেন, মেসেজ যায়নি। আর ওপাশ থেকে প্রেমিক/প্রেমিকা ভাবছেন, আপনি তাঁকে রিপ্লাই না দিয়ে অন্যদের সঙ্গে চ্যাট করছেন। ঝগড়া সুনিশ্চিত।

l ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ব্যবসায়ীরা রাজনৈতিক নেতাদের মতো। সংযোগ দেওয়ার আগে প্রতিশ্রুতি দেন ৭ মেগাবাইট/পার সেকেন্ডের, সংযোগ নিলে পাওয়া যায় ২০ কিলোবাইট/পার সেকেন্ড।

l প্রয়োজনের সময় ইন্টারনেট সংযোগ না থাকলে রাগ করে প্রতিবারই ভাবেন, ‘অনেক হইছে, আর না!’ এবার এই সংযোগ পাল্টে নতুন সংযোগ নেবেন। কিন্তু পরে যখন আবার ইন্টারনেট সংযোগ চলে আসে তখন আর নতুন ঝামেলায় যেতে ইচ্ছে করে না। মনে হয়, ‘দূর, থাকুক! দু-এক দিন কানেকশনে ঝামেলা তো হতেই পারে!’