
তথ্যপ্রযুক্তির উদ্যোক্তা ও উদ্ভাবকদের নানা উদ্যোগ নিয়ে প্রতিযোগিতার মাধ্যমে দেওয়া হলো ‘ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড’। উন্নয়ন কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার ও নতুন ডিজিটাল উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি দিতেই এই পুরস্কার। ৮ অক্টোবর অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সাতটি বিভাগে ১৪টি প্রকল্প বিজয়ী হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাক ও ভারতের ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশনের (ডিইএফ) এই উদ্যোগের বিজয়ীরা এ বছর সরাসরি ভারতের মন্থন অ্যাওয়ার্ডে অংশ নিতে পারবেন।
ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ বলেন, ‘ভারতের এই উদ্ভাবনী প্রতিযোগিতায় প্রতিবছরই আমাদের দেশ থেকে অনেকে অংশ নেন। আমি একবার বিচারক হিসেবে দেখেছি, যাঁরা অংশ নেন তাঁদের এই প্রতিযোগিতা সম্পর্কে ধারণা একটু কম। তাই এই আঞ্চলিক প্রতিযোগিতার আয়োজন করা। এর ফলে আমরা বেশ কিছু ভালো উদ্ভাবনী উদ্যোগ খুঁজে পেয়েছি।’
এবারের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ১৪টি প্রকল্প। ই-এডুকেশন, সায়েন্স অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগে পুরস্কার জিতেছে তিনটি প্রকল্প; যার একটি অনলাইন শিক্ষার ওয়েবসাইট ‘রেপ্টো এডুকেশন সেন্টার’। এখানে উদ্যোক্তা, ফ্রিল্যান্সিং, কম্পিউটারবিজ্ঞান, সফটওয়্যার বানানো, গ্রাফিক ডিজাইন, অনলাইন বিপণনবিষয়ক কোর্স করারও সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সিয়াম বলেন, ওয়েবসাইট বানানোর কোর্স থেকে অনলাইন বিপণনের মতো বিষয়গুলোর ওপর অনলাইন কোর্স ও ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে। একই বিভাগে ‘টেন মিনিটস স্কুল’ নামে অন্য যে প্রকল্পটি পুরস্কার জিতেছে, তারা মূলত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের দরকারি বিষয়ে টিউটোরিয়াল প্রকাশ করে থাকে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দের বিষয় শিখতে, বিভিন্ন তথ্য জানতে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও নিয়োগ পরীক্ষার বিষয়ে নিজের দক্ষতা যাচাইয়ের জন্য পরীক্ষাও দিতে পারে। এই বিভাগের আরেক প্রকল্প হলো ‘ইয়ুথ অপরচুনিটিস’। এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ওসামা বিন নূর বলেন, প্রয়োজনীয় তথ্য পেতে বিশ্বের ১৯২টি দেশ থেকে তরুণেরা এখন তাঁদের পোর্টালে ঢুঁ মারেন।
ই-হেলথ বিভাগে স্বাস্থ্যবিষয়ক দুটি প্রকল্প পুরস্কার জিতেছে। আরএক্স সেভেনটি ওয়ান লিমিটেডের ‘আরএক্স সেভেনটি ওয়ান’ ও ‘ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন কার্যক্রম’। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স ও টেকনোলজি বিভাগ এই টেলিমেডিসিন কর্যক্রম পরিচালনা করে থাকে।
‘আরএক্স ৭১’ স্বাস্থ্যসেবার অ্যাপ হিসেবে ইতিমধ্যে পরিচিতি পেয়েছে। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে প্রায় এক হাজার রোগের বর্ণনা, লক্ষণ, কারণ ছাড়াও স্বাস্থ্য জিজ্ঞাসা, অ্যানিমেটেড ভিডিওসহ আরও তথ্য রয়েছে এই অ্যাপের পাশাপাশি আরএক্স ৭১-এর ওয়েবাসইটে।
ই-নিউজ, জার্নালিজম অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগে বিজয়ী এসএসএল ওয়্যারলেসের ‘ই-টিউনস’ প্রকল্প জিতেছে সেরা পুরস্কার। ই-টিউনসে ২০ হাজারের বেশি গান রয়েছে। প্রতিষ্ঠানটির টেলিকম সার্ভিসেসের প্রধান সাকিব আর খান বলেন, বাংলাদেশের সংগীত ও শিল্পীদের বাঁচাতে এবং পাইরেসি বন্ধে কাজ করে ই-টিউনস।
ই-বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগে সেরা পুরস্কার পেয়েছে হিউম্যাক ল্যাব লিমিটেডের ‘সেলিস্কোপ’ ও ‘সিএসএল মোবাইল অ্যাকাউন্টস’। ব্যক্তিগত আর্থিক হিসাব-নিকাশ রাখার একটি অ্যাপ হলো সিএসএল মোবইল অ্যাকাউন্টস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অসীম কুমার সিকদার বলেন, ‘নাগরিক সুবিধা দিতেই আমরা অ্যাপটি বানিয়েছি। মানুষ যেন ডিজিটাল মনোভাবী হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। এই অ্যাপের মাধ্যমে মানুষ তার মাসিক আয়-ব্যয়ের হিসাব খুব সুন্দরভাবে রাখতে পারবেন।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ‘কৃষকের জানালা’ ই-এগ্রিকালচার অ্যান্ড ইকোলজি বিভাগে পুরস্কার জিতেছে। ফসলের নানা সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান দেওয়ার একটি ডিজিটাল প্রয়াস হচ্ছে কৃষকের জানালা। এই সেবাসমূহ অ্যান্ড্রয়েড অ্যাপের পাশাপাশি ওয়েবসাইটেও পাওয়া যায়।
বিজয়ী ১৪ প্রকল্প
ই-বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন
* সেলিস্কোপ
* সিএসএল মোবাইল অ্যাকাউন্টস
ই-এডুকেশন লার্নিং অ্যান্ড এমপ্লয়মেন্ট
* রেপ্টো এডুকেশন সেন্টার
* টেন মিনিট স্কুল
* ইয়ুথ অপরচুনিটিস
ই-এগ্রিকালচার অ্যান্ড ইকোলজি
* কৃষকের জানালা
ই-গভর্নেন্স অ্যান্ড ইনস্টিটিউশনস
* ভ্যাট চেকার
* সিলেটের মাথিউরা ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশন প্রকল্প
ই-হেলথ
* আরএক্স ৭১
* ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন কার্যক্রম
ই-নিউজ, জার্নালিজম অ্যান্ড এন্টারটেইনমেন্ট
* ই-টিউনস
* প্যাভিলিয়ন
ই-কালচার, হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম
* অ্যান ইলেকট্রনিক মিউজিক কমপাইলেশন বাই আকালিকো রেকর্ডস
* ভ্রমণ