Thank you for trying Sticky AMP!!

ভিন্নমত পোষণকারীকে ফেসবুকে ফেরালেন জাকারবার্গ

ক্রিস কক্স

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সঙ্গে মতের মিল হচ্ছিল না বলে চাকরি ছেড়ে দিয়েছেন ফেসবুকের প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স। তবে বছর না ঘুরতেই আবার আগের পদেই ফিরে আসছেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন ক্রিস।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, গত বছরের মার্চে ক্রিস চাকরি ছাড়েন। ওই সময় জাকারবার্গ পুরো ফেসবুককে এনক্রিপশনভিত্তিক মেসেজিং কোম্পানিতে রূপান্তর করার পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন।

বৃহস্পতিবার জাকারবার্গ ক্রিসের ফেসবুক পোস্ট শেয়ার করে বলেন, ‘ফেসবুকে আবার ক্রিস ফিরছে জেনে আমি সত্যিই উচ্ছ্বসিত।’

২০০৫ সালে ফেসবুকে যুক্ত হওয়ার কারণে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম থেকে ঝরে পড়েন ক্রিস। ফেসবুকের ১৩তম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন তিনি এবং ফেসবুকের প্রকৃত নিউজ ফিড ফিচার তৈরি হয় তাঁর হাত ধরেই।