প্রিমিয়ার ব্যাংক বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন কাজের জন্য মাইক্রোসফট করপোরেশনের উইন্ডোজ সার্ভার এবং এসকিউএল সার্ভার ডেটাবেইস ব্যবহার করবে। এর ফলে ব্যাংকের প্রযুক্তি নিরাপত্তা বাড়বে। সম্প্রতি এ উপলক্ষে মাইক্রোসফট এবং প্রিমিয়ার ব্যাংকের মধ্যে চুক্তি হয়েছে। প্রিমিয়ার ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল এবং মাইক্রোসফট বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা পুবুদু বাসনায়েক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মাজেদুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান, মাইক্রোসফট বাংলাদেশের লার্জ অপর্চুনিটি ব্যবস্থাপক জিয়াউল হক মল্লিক, এপি ব্যাবস্থাপক জিয়া এল সামস আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি