মুভি মল চালু করলো এয়ারটেল

মোবাইলে মুভি ডাউনলোড ও দেখার জন্য মুভি মল নামে একটি মুভি পোর্টাল চালু করেছে মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ।

এয়ারটেল জানিয়েছে, সাম্প্রতিক বাংলা এবং হিন্দি সিনেমার পাশাপাশি এ মুভি পোর্টালটিতে পুরোনো মুভি রয়েছে । এয়ারটেল গ্রাহকরা তাদের মোবাইল ফোনে এই সাইট থেকে চার্জ দিয়ে সিনেমা দেখতে পারবেন।  ছবির তালিকা থেকে পছন্দের সিনেমা  বাছাই করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারবেন।

এয়ারটেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এয়ারটেলের মুভি মল থেকে চার্জ দিয়ে ছবি বাছাই করার পর গ্রাহকরা ৩ দিন পর্যন্ত সেটা দেখতে পারবেন। যারা এই সেবাটি পেতে চান তাদের মোবাইল ফোনটিতে ইন্টারনেট  থাকতে হবে। তবে এর জন্য কোন ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে না। এয়ারটেল গ্রাহকরা  http://lt-movie.airtellive.mobi  লিংকটিতে এই পোর্টাল ব্যবহার করতে পারবেন অথবা Start Mov লিখে ১৬২৭৯ নম্বরে এসএমএস করে লিংকটি বিনামূল্যে পেতে পারেন। প্রতি সিনেমার ৩০ টাকা ও ভ্যাট প্রযোজ্য হবে।

এয়ারটেল জানিয়েছে, থ্রিজি সেবা বিস্তৃত হওয়ায় এই মুভি মল থেকে মুভি দেখতে আগ্রহী হতে পারেন অনেকেই।