Thank you for trying Sticky AMP!!

যাত্রা শুরু করল অ্যাক্রোনিস

দেশে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে অ্যাক্রোনিস। ছবি: সংগৃহীত।

বাংলাদেশে প্রযুক্তি খাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডেটা এবং ডিজাস্টার রিকভারি মোকাবিলায় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাক্রোনিস। বাংলাদেশে প্রতিষ্ঠানটির স্থানীয় বিপণনকারী হিসেবে কাজ করবে ঢাকা ডিস্ট্রিবিউশনস। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয় অ্যাক্রোনিস। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ২০০টির বেশি চ্যানেল সহযোগী রয়েছে।

অনুষ্ঠানে অ্যাক্রোনিসের এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ বিক্রয় নির্বাহী ম্যাক্সিম মিত্রোখিন, বিপণন ব্যবস্থাপক গ্রেস চেন এবং বিক্রয় প্রকৌশলী উইলিয়াম টো উপস্থিত ছিলেন।

মিত্রোখিন বলেন, ‘বাংলাদেশে আমাদের কার্যক্রম শুরু করতে পেরে আমরা আনন্দিত। ডিজিটাল বাংলাদেশ নিয়ে কাজ করার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। ডিজিটাল ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই এগিয়েছে।’

ঢাকা ডিস্ট্রিবিউশনসের প্রধান নির্বাহী প্রবীর সরকার বলেন, ‘অ্যাক্রোনিসের অংশীদার হতে পেরে আমরা গর্বিত এবং স্থানীয় বাজারে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা এ ক্ষেত্রে সুফল দেবে।’