Thank you for trying Sticky AMP!!

রাজশাহীতে উইকিপিডিয়া সম্পাদক সমাবেশ

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া সম্পাদক সমাবেশ শনিবার অনুষ্ঠিত হযেছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে হয় এ আয়োজন।
অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নূরুল হোসেন চৌধুরী বলেন, ‘আগে আমাদের তথ্য খোঁজার জন্য লাইব্রেরিতে সারা দিন বসে থাকতে হতো। এখন ইন্টারনেটে সহজেই সব তথ্য পাওয়া যায়। এই কাজটি সহজ করেছে উইকিপিডিয়া। কিন্তু বাংলা উইকিপিডিয়া ততটা তথ্যসমৃদ্ধ নয়। তথ্যসমৃদ্ধ করতে এ ধরনের সমাবেশ কার্যকর ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে গ্রামীণফোনের রাজশাহী এরিয়া ম্যানেজার ইমতিয়াজ আহমদ, উইকিপিডিয়ার প্রশাসক নাহিদ সুলতানসহ অনেকে বক্তৃতা করেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক আরিফা ফেরদৌস।
এই সমাবেশে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলা উইকিপিডিয়ার ১০ বছর পূর্তির নানা আয়োজনের অংশ হিসেবে এই সম্পাদক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসব আয়োজনের পৃষ্ঠপোষক গ্রামীণফোন। সহযোগী হিসেবে আছে প্রথম আলো ও মজিলা বাংলাদেশ।