Thank you for trying Sticky AMP!!

শর্ট কোড সেবা দিতে কাজ করছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আম্বার আইটি

অ্যাম্বার আইটি

দেশে বিভিন্ন ধরনের শর্ট কোড সেবা দিতে কাজ করছে তথ্য প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি। শর্ট কোড হচ্ছে—ফোনের সংক্ষিপ্ত নম্বর। ৭ থেকে ১১ বা আরও বেশি ডিজিটের কোনো নম্বরে ফোন না করে সংক্ষিপ্ত একটি ফোন নম্বরে কল করে কাজ সম্পন্ন করা এখন সময়ের চাহিদা হয়ে উঠেছে। তবে ব্যক্তিগত ব্যবহারের জন্য এই নম্বর মিলবে না। প্রাতিষ্ঠানিক, দাপ্তরিক, ব্যবসায়িক ও মোবাইলফোন বা সংশ্লিষ্ট অপারেটররা তাদের সেবাদানের সুবিধার্থে এই শর্ট কোড ব্যবহার করে থাকে।

আম্বার আইটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি শর্ট কোডের প্রযুক্তি সেবা দিতে কাজ করছে। এর মধ্যে দেশের কয়েকটি ব্যাংক, ইউনিয়ন পরিষদ ও আইটি প্রতিষ্ঠানে এ সেবা দিয়েছে তারা।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আমিনুল হাকিম বলেন, আম্বার আইটি সুনির্দিষ্ট তথ্য সেবা, গ্রাহক সেবা ও কারিগরি দল ব্যবহার করে সেবা দেয়। শর্ট কোড ব্যবহারকারী গ্রাহক বা প্রতিষ্ঠান তাদের সব তথ্য পোর্টালে দেখতে পান।