গণিত

সংখ্যাপ্রতীক ১০টি

দীদার চৌধুরী, শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক, বিদ্যালয়, ঢাকা

সংক্ষিপ্ত উত্তর  অংশ-৫
প্রিয় শিক্ষার্থী আজ গণিতের ২নং প্রশ্ন ‘সংক্ষিপ্ত উত্তর’ দেওয়া হলো।

অধ্যায়-৬
প্রশ্ন: সংখ্যাপ্রতীক কয়টি?
উত্তর: ১০টি।
প্রশ্ন: খোলা বাক্য কাকে বলে?
উত্তর: বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে।
প্রশ্ন: সংখ্যা প্রতীক কোনগুলো?
উত্তর: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯
প্রশ্ন: ‘>’ এটা কী প্রতীক?
উত্তর: সম্পর্ক প্রতীক।
প্রশ্ন: অক্ষর প্রতীক কোনগুলো?
উত্তর: ক, খ, গ ইত্যাদি।
প্রশ্ন: বন্ধনী প্রতীকগুলো লেখো।
উত্তর: ( ), { }, [ ]
প্রশ্ন: ১৭ একটি মৌলিক সংখ্যা, কথাটি কী উক্তি?
উত্তর: সত্য।
প্রশ্ন: ১২, ২৪-এর ল.সা.গু. ১৬ কথাটি কি সত্য?
উত্তর: না, এটা মিথ্যা উক্তি।
প্রশ্ন: সম্পর্ক প্রতীক কোনগুলো?
উত্তর: সম্পর্ক প্রতীকগুলো হলো:
>, =. <, <, >
প্রশ্ন: পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করে ভাগফলকে দুই দিয়ে গুণ এই বাক্যটিকে প্রতীকের সাহায্যে লেখো।
উত্তর: (৭৫ ÷ ৫) × ২
প্রশ্ন: (৪৫ ÷ ৯) × ১০ = ৫০ উক্তিটি কি সত্য?
উত্তর: সত্য।
প্রশ্ন: (৭×৫)÷৫ > ৫ উক্তিটি কি সত্য?
উত্তর: সত্য।
প্রশ্ন: প্রতীকের সাহায্যে লেখো: কোন সংখ্যাকে ১৫ দ্বারা ভাগ করলে ভাগফল ৯ হবে।
উত্তর: ক ÷ ১৫ = ৯
প্রশ্ন: (ক × ৩) + ৫ = ২০ উক্তিটি কথায় লেখো।
উত্তর: কোন সংখ্যাকে তিন দ্বারা গুণ করে পাঁচ যোগ করলে যোগফল বিশ হবে।

অধ্যায়-৭
প্রশ্ন: সমহরবিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে?
উত্তর: যেসব ভগ্নাংশের হর একই তাদের সমহরবিশিষ্ট ভগ্নাংশ বলে।
প্রশ্ন: সমলববিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে?
উত্তর: যেসব ভগ্নাংশের লব একই তাদের সমলববিশিষ্ট ভগ্নাংশ বলে।
প্রশ্ন: ভগ্নাংশটিতে লব ও হর কত?
উত্তর: লব ১৫, হর ২০।
প্রশ্ন: কোনো ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলতে কী বোঝো?
উত্তর: যদি কোনো ভগ্নাংশের হর ও লবের ১ ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে, এটাই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল