Thank you for trying Sticky AMP!!

সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোন এক্স

আইফোন এক্স


স্মার্টফোনের বাজারে এখন নানা ব্র্যান্ডের চমক দেওয়া ফোন পাবেন। সব ফোন কি আর ক্রেতাদের আকর্ষণ করতে পারে? চলতি বছরের প্রথম তিন মাসে কয়েকটি মডেলের স্মার্টফোন ক্রেতাদের খুব টেনেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকস বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ছয়টি স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে।

স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের নাম আইফোন এক্স। গত বছরের সেপ্টেম্বর মাসে আইফোন ৮ ও ৮ প্লাসের সঙ্গে আইফোন এক্স উন্মুক্ত করে অ্যাপল। বাজারে এ ফোন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে সবচেয়ে বিক্রি হওয়া সেরা পাঁচ ফোনের চারটিই অ্যাপলের তৈরি। অন্যটি শাওমির রেডমি ৫ এ।

আইফোন ৮


স্ট্র্যাটেজি অ্যানালাইটিকস বলছে, জানুয়ারি থেকে মার্চ এ তিন মাসে স্মার্টফোন বাজারের ৫ শতাংশ দখল করেছে আইফোন এক্স। এ সময় ১ কোটি ৬০ লাখ ইউনিট আইফোন বাজারে এসেছে।

বছরের প্রথম তিন মাসে ১ কোটি ২৫ লাখ ইউনিট আইফোন ৮ বাজারে এসেছে। এ সময় বাজারের ৩ দশমিক ৬ শতাংশ দখল করে আইফোন ৮।

বাজার দখলের হিসেবে তৃতীয় স্মার্টফোনটিও অ্যাপলের। ৮৩ লাখ আইফোন ৮ প্লাস বাজারে এসেছে বছর প্রথম প্রান্তিকে। বাজার দখলের হিসেবে যা ২ দশমিক ৪ শতাংশ।

আইফোন ৮ প্লাস


এ বছর সবচেয়ে বেশি বিক্রি হওয়া চতুর্থ ফোন হচ্ছে অ্যাপলের আইফোন ৭। তিন মাসে ৫৬ লাখ ইউনিট আইফোন ৭ বিক্রি হয়েছে। অবশ্য, অ্যাপলের এ মডেল এক বছর আগের। ২০১৭ সালের প্রথম প্রান্তিকে আইফোন ৭ বিক্রি হয়েছিল ২ কোটি ১৫ লাখ ইউনিট।

স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের জ্যেষ্ঠ বিশ্লেষক জুহা উইন্টার বলেন, দুই প্রান্তিক ধরে আইফোন এক্স জনপ্রিয় স্মার্টফোনের জায়গা ধরে রেখেছ। কারণ, এতে দারুণ নকশা, উন্নত ক্যামেরা, প্রচুর অ্যাপ ও বাজারে সহজে পাওয়ার সুযোগ রয়েছে। ২০১৭ সালের নভেম্বরে আইফোন এক্স বাজারে বিক্রি হওয়া শুরুর পর থেকে প্রায় ৫ কোটি ইউনিট বিক্রি হয়েছে।

আইফোন ৭


স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের প্রথম প্রান্তিকের হিসাব অনুযায়ী, স্মার্টফোনের বাজারে অ্যাপলকে টক্কর দিতে অ্যান্ড্রয়েড সফটওয়্যার চালিত ফোন হিসেবে উঠে এসেছে চীনের শাওমির তৈরি রেডমি ৫ এ। স্মার্টফোন বাজারের শীর্ষ পাঁচের মধ্যে একমাত্র এই স্মার্টফোন জায়গা করে নিতে পেরেছে। চলতি বছরের প্রথম তিন মাসে ৫৪ লাখ ইউনিট রেডমি ৫ এ স্মার্টফোন বিক্রি হয়েছে।

স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের পরিচালক লিন্ডা সুই বলেন, ভারত ও চীনের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে শাওমি। অনলাইন চ্যানেলজুড়ে ব্যাপক বিক্রি হয় শাওমির ফোন।

শাওমি রেডমি ৫ এ

স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তালিকায় শীর্ষ ছয়টি স্মার্টফোনের মধ্যে সবার নিচে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৯ প্লাস মডেলটি। চলতি বছরের প্রথম তিন মাসে ৫৩ লাখ ইউনিট বিক্রি হয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৯ প্লাস।

অবশ্য বাজার বিশ্লেষকেরা বলছেন, চলতি বছরের শুরুতে স্যামসাংয়ের নতুন ফোনটি বাজারে এসেছিল। এর আকর্ষণীয় নকশা, উন্নত সফটওয়্যারসহ নানা ফিচারের কারণে বছরের দ্বিতীয় প্রান্তিকে এটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন হিসেবে তালিকার শীর্ষে চলে আসবে।

গ্যালাক্সি এস৯ প্লাস


বাজার গবেষকেদের তথ্য অনুযায়ী, অ্যাপল, শাওমি, স্যামসাং ছাড়া অন্য স্মার্টফোন বিক্রেতারা ৩৪ কোটি ৫৪ লাখ ইউনিটের স্মার্টফোন বাজারের ৮৪ দশমিক ৬ শতাংশ দখল করেছে। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় স্মার্টফোন বিক্রি কিছুটা কমে গেছে। তথ্যসূত্র: রয়টার্স ও এনডিটিভি অনলাইন।