ইসলাম ও নৈতিক শিক্ষা

সালাতের ওয়াজিব ১৪টি

সঠিক প্রশ্নোত্তর  অংশ-১১
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।

অধ্যায়-২
২৪. নিচের কোনটি সালাতের আহকামের অন্তর্ভুক্ত?
ক. শেষ বৈঠকে বসা খ. রুকু করা গ. সিজদা করা ঘ. কিবলামুখী হওয়া
উত্তর: ঘ. কিবলামুখী হওয়া।
৩২. যে ফরজ কাজগুলো সালাতের মধ্যে করতে হয়, সেগুলোকে কী বলে?
ক. সালাতের আহকাম খ. মোনাজাত গ. সালাতের আরকান
ঘ. সালাতের ওয়াজিব
উত্তর: গ. সালাতের আরকান।
২৫. সালাতের ওয়াজিব কয়টি? ক. ২০টি খ. ১৬টি গ. ১৪টি ঘ. ১২টি
উত্তর: গ. ১৪টি।
২৬. আল্লাহ তাআলার এবাদতের পর আমাদের প্রথম দায়িত্ব কী?
ক. মানুষের সেবা করা খ. জাকাত দেওয়া গ. হজ করা ঘ. জ্ঞান অর্জন করা
উত্তর: ক. মানুষের সেবা করা
২৭. সাহু সিজদা কী?
ক. মুস্তাহাব সিজদা খ. ভুল সংশোধনের সিজদা
গ. নফল সিজদা ঘ. ফরজ সিজদা
উত্তর: খ. ভুল সংশোধনের সিজদা।
২৮. ‘মসজিদ’ শব্দের অর্থ কী? ক. নবী-রাসূলের ঘর খ. সিজদা করার স্থান
গ. পড়াশোনার জায়গা ঘ. বিশ্রামের জায়গা
উত্তর: খ. সিজদা করার স্থান।
২৯. মসজিদ কী?
ক. সালাত আদায়ের জন্য নির্ধারিত এবাদতখানা খ. বিশ্রামের জায়গা
গ. মুসাফিরদের জন্য থাকার বিশেষ স্থান ঘ. কাজের জায়গা
উত্তর: ক. সালাত আদায়ের জন্য নির্ধারিত এবাদতখানা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর