Thank you for trying Sticky AMP!!

সেরা ছবির তালিকা প্রকাশিত

ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার সহ-প্রকল্প উইকিমিডিয়া কমন্সে বর্তমানে রয়েছে ২০ কোটি ৫৬ লাখের বেশি ছবি। প্রতিনিয়ত যেখানে যুক্ত হচ্ছে নতুন নতুন ছবি।
উইকিমিডিয়া কমন্সের ছবি নিয়ে প্রতিবছর আয়োজন করা হয় বিশেষ প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় ‘বর্ষসেরা ছবি ২০১৩’ নির্বাচিত হয়েছে জার্মানির স্টিফেন ক্রুয়েসির তোলা আর্ট বাল্ব ছবি (http://goo.gl/HouesZ)।
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে বাল্কহোবিটিনের তোলা ইউক্রেনের পার্কের প্রাকৃতিক নিসর্গের ছবি (http://goo.gl/T39ZrB) এবং তৃতীয় স্থানে আছে সেনজিনেসের উড়ন্ত পাখির পানি পানের ছবি (http://goo.gl/lMa5jP)।
সব মিলিয়ে ১২টি ছবি নির্বাচন করা হয়েছে, যেগুলো দিয়ে উইকিমিডিয়া ২০১৫ সালের বর্ষপঞ্জি তৈরি করা হবে। চলতি বছর অষ্টমবারের মতো উইকিমিডিয়ার বার্ষিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতায় দুটি পর্বে নির্বাচন শেষে ৯৬২টি ছবি চূড়ান্ত হয়। চূড়ান্ত পর্যায়ে উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকদের (উইকিপিডিয়ান) ভোট এবং বিচারকদের রায়ে সেরা ১২টি ছবি নির্বাচন করা হয়। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারেন।
—নুরুন্নবী চৌধুরী